Bhatpara: শো চলাকালীনই স্টেজে লুটিয়ে পড়লেন, ভাটপাড়া উৎসবে নৃত্যশিল্পীর রহস্যজনক মৃত্যু
Barrackpur: কীভাবে মৃত্যু হল নৃত্যশিল্পীর? তা তদন্ত করে দেখা হচ্ছে ভাটপাড়া থানার পুলিশ। পরিবারের দাবি, মঞ্চের মধ্যে বিদ্যুৎপৃষ্ট হয়েই মৃত্যু হয়েছে ওই শিল্পীর। সেক্ষেত্রে গাফিলতি স্বীকার করছে না উৎসব কর্তৃপক্ষ।
ভাটপাড়া: উৎসব চলাকালীন স্টেজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নৃত্যশিল্পীর মৃত্যুর ঘটনায় তোলপাড় ভাটপাড়া। পরিবার অভিযোগ করছে, স্টেজেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে শিল্পী সজল বারুইয়ের। কিন্তু উৎসব কর্তৃপক্ষ তা মানতে নারাজ।
জানুয়ারি মাসের ১৯ তারিখ থেকে শুরু হয় ভাটপাড়া উৎসব। মঞ্চে বৃহস্পতিবার সন্ধ্যায় নাচের অনুষ্ঠান চলছিল। জানা যাচ্ছে, সেই সময় তিনটি গোষ্ঠীর নৃত্যশিল্পীরা পরপর মঞ্চে উঠছিলেন। মঞ্চের পাশে দাঁড়িয়ে ছিলেন কল্যাণীর বাসিন্দা নৃত্যশিল্পী সজল বারুই। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, হঠাৎই মঞ্চের নীচে পড়ে যান তিনি। তাঁকে ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকের মৃত বলে ঘোষণা করেন।
কীভাবে মৃত্যু হল নৃত্যশিল্পীর? তা তদন্ত করে দেখা হচ্ছে ভাটপাড়া থানার পুলিশ। পরিবারের দাবি, মঞ্চের মধ্যে বিদ্যুৎপৃষ্ট হয়েই মৃত্যু হয়েছে ওই শিল্পীর। সেক্ষেত্রে গাফিলতি স্বীকার করছে না উৎসব কর্তৃপক্ষ।
ভাটপাড়া পৌরসভার পৌর পারিষদ সদস্য তথা ভাটপাড়া উৎসবের প্রধান উদ্যোক্তা অমিত গুপ্তা বলেন, “আপাতত অনুষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। ময়না তদন্ত করলে নৃত্য শিল্পীর কিভাবে মৃত্যু তা জানা যাবে।” কিন্তু প্রশ্ন হচ্ছে, স্টেজেই পাশেই দাঁড়িয়েছিলেন, আর তারপরই হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট। সেক্ষেত্রে কোথাও কোনও তার খোলামুখ পড়ে থাকতে পারে, দায় কার?
সজল বারুইয়ের সঙ্গেই ছিলেন আরেক শিল্পী। তিনি বলেন, “আমরা পরপর দাঁড়িয়েছিলাম। দুজন কারেন্ট খেয়েছিল। আরেকজন ভেবেছিল, কিছু একটা পায়ে লেগেছে হয়তো, পা সরিয়ে দেন। কিন্তু পুরো কারেন্টটাই সজল খায়। এখানে দায় পুরোপুরি উদ্যোক্তাদেরই।” আপাতত দেহের ময়নাতদন্ত চলছে।