AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অতর্কিতে পিছু নিয়ে বাড়িতে ঢুকে পড়ে ওরা, এরপর অবাধে ‘ভাঙচুর, লুঠপাট’! ভাটপাড়ায় আক্রান্ত অর্জুন ঘনিষ্ঠ বিজেপি নেতা

Bhatpara: বাড়ির আলমারিতে থাকা ৩৫ হাজার টাকা লুঠ করে নেওয়া হয়েছে বলেও অভিযোগ। হামলার সময় প্রতিবেশীরা সবটা জানতে পেরে গেলেও, আতঙ্কে কেউ বাড়ি থেকে বেরোননি।

অতর্কিতে পিছু নিয়ে বাড়িতে ঢুকে পড়ে ওরা, এরপর অবাধে 'ভাঙচুর, লুঠপাট'! ভাটপাড়ায় আক্রান্ত অর্জুন ঘনিষ্ঠ বিজেপি নেতা
নিজস্ব চিত্র
| Edited By: | Updated on: Aug 10, 2021 | 9:27 AM
Share

উত্তর ২৪ পরগনা: ফের উত্তপ্ত ভাটপাড়া (Bhatpara)। ভাটপাড়ায় অর্জুন সিং (Arjun Singh) ঘনিষ্ঠ বিজেপি (Bengal BJP) নেতার বাড়ি ভাঙচুর করে লুঠপাটের অভিযোগ। অভিযোগের তির তৃণমূলের (TMC) দিকে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

সোমবার রাতে ভাটাপাড়ার মাদ্রাল এলাকায় বিজেপির নেতা গৌরাঙ্গ সরকারে বাড়িতে হামলা হয় বলে অভিযোগ। আক্রান্তের বয়ান অনুযায়ী, তিনি সবে কাজ সেরে বাড়ি ফিরেছিলেন। বাড়ির মেইন গেট খোলা ছিল। দুষ্কৃতীরা পিছু নিয়ে বাড়িতে ঢুকে পড়ে। বাইরে তখন আরও ১২-১৫ জন দাঁড়িয়ে। তিনি হাত পা ধুঁতে গেলে দুষ্কৃতীরা হামলা চালায়। আসবাবপত্র ভেঙে ফেলে দেওয়া হয়। চলে অবাধে লুঠপাটও।

বাড়ির আলমারিতে থাকা ৩৫ হাজার টাকা লুঠ করে নেওয়া হয়েছে বলেও অভিযোগ। হামলার সময় প্রতিবেশীরা সবটা জানতে পেরে গেলেও, আতঙ্কে কেউ বাড়ি থেকে বেরোননি। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। গৌরাঙ্গের অভিযোগ, এই নিয়ে তাঁর বাড়িতে তৃণমূলের লোকেরা চার বার ভাঙচুর চালিয়েছেন।

গৌরাঙ্গ বলেন, “এই নিয়ে আমার বাড়িতে চার বার আক্রমণ হল। আমার অপরাধ আমি বিজেপি করি। এছাড়া আমার কোনও অপরাধ নেই। এর আগে ২, ৫ তারিখে ভাঙচুর হয়। ১ তারিখে বোমাবাজি হয়। আমি এক জন সার্ভিস হোল্ডার, আমার স্ত্রীও সার্ভিস হোল্ডার, ছেলে পড়াশোনা করে। বাড়িতে বৃদ্ধ মা রয়েছেন। তারপরও বারবার এই হামলা। ৩৩ নম্বরে তৃণমূলের দুষ্কৃতীরা রয়েছে, তারাই করেছে। থানাতেও একাধিকবার জানিয়েছি। কোনও পদক্ষেপ করা হয়নি।”

তবে ভাটাপাড়া পুরসভার কো অর্ডিনেটর দেবপ্রসাদ সরকার বলেন, “বিজেপি নিজেদের গোষ্ঠী কোন্দলে জড়িয়ে। আর তার জেরেই এই ঘটনা ঘটেছে। এতে তৃনমূলের কেউ জড়িত নেই।” তবে যাতে এই ঘটনা ঘিরে আর উত্তেজনা না ছড়ায়, তার জন্য এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। আরও পড়ুন: ঘাটালে বানভাসি এলাকা পরিদর্শনে আজ মুখ্যমন্ত্রী