Bongaon: নাবালিকা শ্যালিকাকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার জামাইবাবু

Dipankar Das | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 22, 2025 | 4:47 PM

Bongaon: নাবালিকার মায়ের বয়ান অনুযায়ী, ঘটনা কয়েক মাস আগের।  সেদিন ফাঁকা বাড়িতে নাবালিকা একা ছিল। অভিযোগ, জামাইবাবু এসে কোল্ড ডিঙ্কস খেতে দেন। এরপরই অচৈতন্য হয়ে পড়ে নাবালিকা। সেই সময়ের মধ্যে নাবালিকার দিদিও চলে আসে। তাকেও সেই মাদক মেশানো কোল্ড ড্রিঙ্কস খেতে দেয় বলে অভিযোগ।

Bongaon: নাবালিকা শ্যালিকাকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার জামাইবাবু
প্রতীকী ছবি
Image Credit source: Getty Images

Follow Us

বনগাঁ:  নাবালিকা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার জামাইবাবু। বছর তিনেক আগে শ্যালিকাকে মাদক খাইয়ে বেহুঁশ করে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বনগাঁ। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

নাবালিকার মায়ের বয়ান অনুযায়ী, ঘটনা কয়েক মাস আগের।  সেদিন ফাঁকা বাড়িতে নাবালিকা একা ছিল। অভিযোগ, জামাইবাবু এসে কোল্ড ডিঙ্কস খেতে দেন। এরপরই অচৈতন্য হয়ে পড়ে নাবালিকা। সেই সময়ের মধ্যে নাবালিকার দিদিও চলে আসে। তাকেও সেই মাদক মেশানো কোল্ড ড্রিঙ্কস খেতে দেয় বলে অভিযোগ।

নাবালিকার মায়ের বয়ান অনুযায়ী, বড় মেয়েকে বাথরুমে আটকে রেখে তার ছোটো মেয়েকে ঘরে ঢুকিয়ে ধর্ষণ করেন অভিযুক্ত। ঘটনার কথা কাউকে জানালে, নাবালিকার দিদিকে ডিভোর্স দিয়ে দেওয়ার ভয়ও দেখান অভিযুক্ত জামাইবাবু।

যদিও গোটা বিষয়টি নাবালিকা তার মাকে জানিয়েছিল। যেহেতু তিনি ভিন রাজ্যে থাকেন, তাই সে সময়ে আইনের দ্বারস্থ হতে পারেননি। সেখান থেকে বাড়ি ফিরে বড় জামাইয়ের বিরুদ্ধে বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার অভিযোগের ভিত্তিতে বনগাঁ থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। ধৃতকে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

যদিও নাবালিকার মায়ের অভিযোগ মিথ্যা বলে জানিয়েছেন ধৃতের ঠাকুরদাদা। তাঁর দাবি, “নাতির সঙ্গে কিছুদিন আগে গন্ডগোল হয় নাত বউয়ের। নাত বউকে বেশ কয়েকবার আনতেও গিয়েছিল নাতি। কিন্তু সে আর সংসারে ফেরেনি। হঠাৎ করেই দেখি আজ পুলিশ তুলে নিয়ে গেল।”

Next Article