বসিরহাট: বাংলাদেশে (Bangladesh) পাচারের আগেই ৫ লক্ষ টাকার রুপো সহ পাচারকারী বিএসএফের (BSF) জালে। বাইকের চাকায় রুপো ভরে অভিনব কায়দায় পাচারের চেষ্টা করেছিল পাচারকারী। তবে শেষ রক্ষা হল না। ফের একবার আন্তর্জাতিক পাচারের চেষ্টা রুখে দিল বিএসএফ। বামাল গ্রেফতার পাচারকারী। বৃহস্পতিবার ভোরে বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার ভারত-বাংলাদেশ হাকিমপুর সীমান্তের ঘটনা।
বিএসএফ সূত্রে কবর, এদিন ভোর রাতে সীমান্তে টহলের সময় সীমান্তের দিকে যাওয়া এক বাইক আরোহীকে সন্দেহের বশে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে তারা। তবে সেই মোটরবাইক আরোহীরকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে ফাঁস হল পাচারের ছক। বিএসএফের ১১২ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা ওই ব্যক্তি কথায় অসঙ্গতি পাওয়ায় তল্লাশি চালাতে থাকেন। কিন্তু প্রথমে কিছুই পাননি তাঁরা।
পরে পাচারকারীর পাচার কায়দা দেখে কার্যত চক্ষু চড়কগাছ বিএসএফের। জানা গিয়েছে, ওই বাইক আরোহী মোটর সাইকেলের চাকায় আটকে রেখেছিল রুপো। চাকা থেকেই উদ্ধার হল ১০ কিলোগ্রাম ৯৫০ গ্রামের রুপোর বল!
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, বাজেয়াপ্ত করা এই রুপোর বাজার দর প্রায় ৫ লক্ষ ১৯ হাজার ২৫২ টাকা। এগুলো এ দেশ থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিক অনুমান বিএসএফের। ধৃতের নাম মোজাফ্ফর দফাদার। তার বাড়ি পার্শ্ববর্তী দহরকন্দা গ্রামে বলে জানতে পেরেছে বিএসএফ।
এদিকে উদ্ধার হওয়া রুপোর গয়না ও বাইক তেঁতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। অন্যদিকে ওই পাচারকারীকে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ। ধৃত পাচারকারীকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হচ্ছে।
এদিকে ওই পাচারকারী জিজ্ঞাসাবাদে নিজেই স্বীকার করে বলে “আমার কাছে রুপো ছিল। সীমান্তে আটকেছে বিএসএফ।” কাঁচুমাচু মুখে মোজাফ্ফর দফাদার জানায় ১০-১১ কেজি রুপো ছিল। আমার মোটর বাইক ছিল। ধরেছে বিএসএফ।
উল্লেখ্য, কিছুদিন আগে এই সীমান্ত এলাকায় বড়সড় সাফল্য পায় মাদক নিয়ন্ত্রক সংস্থা বা এনসিবি (Narcotics Control Bureau)। মাদকযুক্ত নিষিদ্ধ কাশির সিরাপ পাচারের অভিযোগে ভারত বাংলাদেশ সীমান্তে এক চিকিৎসক সহ মোট ৬ জনকে আটক করে এনসিবি। জানা যায়, কোডিন যুক্ত এই কাশির সিরাপ ‘লিন’ বা ‘সিজার্প’ নামেই মাদকসেবনকারীদের কাছে বেশি পরিচিত, তাই পাচার হচ্ছিল। এবার রুপো পাচারের ঘটনা সামনে এল বিএসএফের সৌজন্যে।
আরও পড়ুন: Katwa: বিয়ের প্রস্তাব খারিজ, প্রেমিককে চুম্বনের পরেই গুলি প্রেমিকার!
আরও পড়ুন: Photo Gallery: নেদারল্যান্ডের রেক এবার বাংলায়! কী কী থাকছে এই আধুনিক ট্রেনে? চলবে কোথায়?
আরও পড়ুন: Suvendu Adhikari: আমার এমপি কোটা থেকেও ৭% করে কমিশন নিয়েছে তৃণমূল: শুভেন্দু