Arjun Singh: পুত্র সমেত এবার অর্জুনকে ডেকে পাঠাল CID, কেন?
Arjun Singh: পবন সিং জানান, তাঁর কলকাতায় ব্যাঙ্কশাল আদালতে হাজিরা রয়েছে। সেই জন্য তিনি সিআইডি তলবে হাজিরা দিতে পারবেন না। এই নিয়ে CID-কে আইনি নোটিসও পাঠিয়েছেন। পবন সিং বলেন, "যেহেতু আমি বিজেপির বিধায়ক ও অর্জুন সিং-এর পুত্র। তাইজন্য আমায় এভাবে হেনস্থা করা হচ্ছে।"
ব্যারাকপুর: ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং ও তাঁর পুত্র পবন সিংকে জোড়া তলব করা হয়েছে। দু’জনকেই ভবানী-ভবনে ডেকে পাঠিয়েছে সিআইডি। নোটিস পাঠানো হয়েছে। তবে পিতা-পুত্র দু’জনই জানিয়েছেন তাঁরা হাজিরা দেবেন না। টেন্ডার দুর্নীতির তদন্তে তলব উভয়কে।
পবন সিং জানান, তাঁর কলকাতায় ব্যাঙ্কশাল আদালতে হাজিরা রয়েছে। সেই জন্য তিনি সিআইডি তলবে হাজিরা দিতে পারবেন না। এই নিয়ে CID-কে আইনি নোটিসও পাঠিয়েছেন। পবন সিং বলেন, “যেহেতু আমি বিজেপির বিধায়ক ও অর্জুন সিং-এর পুত্র। তাইজন্য আমায় এভাবে হেনস্থা করা হচ্ছে।”
অপরদিকে প্রাক্তন সাংসদ অর্জুন সিং জানান, “রাত সাড়ে ১২টায় নোটিস দিয়েছে সিআইডি। মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় নানা ভাবে আমাদের ফাঁসাতে চাইছেন। ২০২৬ সালে হেরে যাবেন বলে পুলিশকে দিয়ে নানাভাবে হেনস্থা করা হচ্ছে।” প্রসঙ্গত, এর আগেও সিআইডি ডেকে পাঠিয়েছিল অর্জুনকে। ভাটপাড়া পৌরসভায় সাড়ে চার কোটি টাকার দুর্নীতির মামলায় তলব করা হয়েছিল ব্যারাকপুরের প্রাক্তন সাংসদকে। তবে সে নিয়ে কম জলঘোলা হয়নি। কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। এমনকী তাঁকে মেরে ফেলার চক্রান্ত করা হচ্ছে বলেও জানিয়েছিলেন।