Hasnabad: একই ধান বিক্রি হয় বারবার, চরম দুর্নীতির অভিযোগ হাসনাবাদে
Hasnabad: অভিযোগ, হাসনাবাদ, বরুণহাট রামেশ্বরপুর পঞ্চায়েতে একটি সরকারি ধান ক্রয় কেন্দ্র রয়েছে। সেখানে এলাকার কোনও কৃষকের থেকে ধান নেওয়া হয় না বলে অভিযোগ।

হাসনাবাদ: একই ধান সরকারি খাতায় বারবার বিক্রি হচ্ছে! দুর্নীতির এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনরা হাসনাবাদে। সরকারি ধান ক্রয়কেন্দ্রে এমনই দুর্নীতির অভিযোগ তুললেন এলাকার কৃষকরা।
অভিযোগ, হাসনাবাদ, বরুণহাট রামেশ্বরপুর পঞ্চায়েতে একটি সরকারি ধান ক্রয় কেন্দ্র রয়েছে। সেখানে এলাকার কোনও কৃষকের থেকে ধান নেওয়া হয় না বলে অভিযোগ। কৃষকদের দাবি, অন্য জায়গার থেকে ধান নিয়ে এসে ওই কেন্দ্রে রাখা হয়। এরপর সরকারি আধিকারিকরা সেই ধানের ছবি তোলেন। পরে সেই ধান গাড়িতে বোঝাই করে নিয়ে যাওয়া হয় পাঁচ কিলোমিটার দূরে।
দূরে গিয়ে ওই ধান খালি করা হয়, আবার সেই ধান গাড়িতে তুলে নিয়ে গিয়ে পঞ্চায়েতের ধান ক্রয় কেন্দ্রে বিক্রি করা হয় বলে অভিযোগ। দাবি করা হচ্ছে, এর সঙ্গে নীচু তলা থেকে উপর তলার একাধিক সরকারি আধিকারিক জড়িত। এলাকার মানুষের দাবি, অবিলম্বে এই ধান ক্রয় কেন্দ্রটি বন্ধ করা হোক। এখানে সবটাই কালোবাজারি হয় বলেই অভিযোগ।
স্থানীয় এক বাসিন্দা বলেন, “অফিসাররা ছবি তোলেন, আবার সেই ধান বিক্রি হয় অন্য জায়গায়। সরকারি অফিসাররাই এর সঙ্গে জড়িত।” তাঁরা চাইছেন, এই দুর্নীতি অবিলম্বে বন্ধ করা হোক।





