Dakhineswar: কেউ টেরটুকু পাননি, চুপি-চুপি দক্ষিণেশ্বর এসেছিল ওরা, বড় পর্দা ফাঁস
Dakshineswar: জানা গিয়েছে, দক্ষিণেশ্বরের রাজাবাগান এলাকায় চলছিল পুলিশের নাকা চেকিং। সেই সময় উত্তরপ্রদেশ থেকে বাসে করে দুষ্কৃতীরা নিয়ে আসছিল নিষিদ্ধ মাদক ফেনসিডিল।

দক্ষিণেশ্বর: প্রতিদিন বহু ভক্তের আনাগোনা হয় দক্ষিণেশ্বর মন্দিরে। কালীপুজোর সময় তো বটেই, কিন্তু তার বাইরেও প্রচুর মানুষ নিত্যদিন আসেন এখানে। এবার সেই দক্ষিণেশ্বরের রাজাবাগান এলাকা থেকে উঠল বড় অভিযোগ। বাসে করে চুপি-চুপি উত্তরপ্রদেশ থেকে হাজির হয়েছিল দুষ্কৃতীরা। কিন্তু রেহাই পায়নি। মাদক সহ বাস ও ম্যাটাডোর ভ্যান আটক করল দক্ষিণেশ্বর থানার পুলিশ।
জানা গিয়েছে, দক্ষিণেশ্বরের রাজাবাগান এলাকায় চলছিল পুলিশের নাকা চেকিং। সেই সময় উত্তরপ্রদেশ থেকে বাসে করে দুষ্কৃতীরা নিয়ে আসছিল নিষিদ্ধ মাদক ফেনসিডিল। দক্ষিণেশ্বর রাজাবাগান এলাকায় সেই বাস থামিয়ে দেয় দক্ষিণেশ্বর থানার পুলিশ। তল্লাশি চালায় তারা।
বাস থামানোর সঙ্গে সঙ্গে বাস থেকে দুষ্কৃতীরা নেমে দৌড়ে পালিয়ে যায়। বাসের সঙ্গে ছিল একটি ম্যাটাডোর ভ্যান। কোটি-কোটি টাকার নিষিদ্ধ মাদক ভর্তি বাস ও ম্যাটাডোর ভ্যান বাজেয়াপ্ত করল দক্ষিণেশ্বর থানার পুলিশ। পলাতক দুষ্কৃতীদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে দক্ষিণেশ্বর থানার পুলিশ। উল্লেখ্য, এ রাজ্যে ভীন রাজ্যের দুষ্কৃতীদের আনাগোনা যে বাড়ছে তার আরও একটি বড় উদাহরণ হল শিলিগুড়ির ঘটনা। সেখানে রাজস্থান ও বিহার থেকে ডাকাত দল বাংলায় ঢুকে কোটি টাকা লুঠ করে পালানো ছক কষেছিল। তবে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্তদের।

