Maoist Poster in Barasat: ‘আনিস খুনের বদলা’ চেয়ে বারাসতে মাওবাদী পোস্টার! নেপথ্যে কারা?
Maoist Poster in Barasat: সাদা কাগজের লাল কালিতে তার কোনওটিতে লেখা হয়েছে, “আনিস খানের খুনের বদলা চাই।” কোনওটিতে লেখা, “আনিস খানের খুনের বদলা নাও, তৃণমূলকে কবর দাও।” কোথাও লেখা, “শহিদ কমরেড আনিস খান লাল সেলাম।”
বারাসত : আনিস খুনের (Anis Khan Death) প্রতিবাদে এবার মাওবাদী পোস্টার (Maoist Poster)। উত্তর ২৪ পরগনার বারাসতে দেখা গেল মাওবাদী পোস্টার। তাতে লেখা আছে “আনিস খুনের বদলা চাই”। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। পুলিশের তরফে জানানো হয়েছে, তাঁরা ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করে দিয়েছেন। এই ঘটনার নেপথ্যে কে বা কারা রয়েছে, সেই সব দিক খতিয়ে দেখা হচ্ছে। বুধবার দুপুরে বারাসত কলোনি মোড় সংলগ্ন ওভারহেড গেটের পিলারে দেখা যায় বেশ কয়েকটি পোস্টার। সাদা কাগজের লাল কালিতে তার কোনওটিতে লেখা হয়েছে, “আনিস খানের খুনের বদলা চাই।” কোনওটিতে লেখা, “আনিস খানের খুনের বদলা নাও, তৃণমূলকে কবর দাও।” কোথাও লেখা, “শহিদ কমরেড আনিস খান লাল সেলাম।” নিচে প্রেরকের জায়গায় লেখা, সিপিআই (মাওবাদী)। বারাসতের মতো জায়গায় এধরণের পোস্টারকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
বিষয়টি নিয়ে স্থানীয় তৃণমূল চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায় বক্তব্য, “কেউ মজা করে করেছে। উন্নয়নের বারাসতে কোনও বিচ্ছিন্নতাবাদী শক্তির কোনও প্রভাব নেই এবং থাকবেও না। যাঁরা আন্দোলন করছেন, তাঁদের দলের হয়ত ভার নেই বাজারে, সেই জন্য মাও দিয়ে হয়ত চেষ্টা করছেন ভার বাড়াতে। যাঁরা এটিকে নিয়ে বিতর্কিত আলোচনায় যাচ্ছেন, তাঁদের নিজেদের দলের কোনও ওজন নেই বলে তাঁরা ওইভাবে বাজার গরম করার চেষ্টা করছেন। কিন্তু উন্নয়নের বারাসতে মানুষ হাসছে, মানুষ ঘুরছে, মানুষ প্রাণ-ভরে নিঃশ্বাস নিচ্ছে। যদি কোনও নাশকতামূলক ব্যবস্থা তৈরির চেষ্টা হয়, তাঁরা এর বিরুদ্ধে গর্জে উঠবেন। নিশ্চিতভাবে প্রশাসন প্রশাসনের মতো কাজ করবে। তারা দায়িত্ব নিয়ে দেখবে, এই পোস্টারের পিছনে কারা আছে।”
এদিকে বিজেপি জেলা সভাপতি তাপস মিত্র জানিয়েছেন, “আনিস খানের মৃত্যু দুঃখজনক। যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তাঁর বাড়িতে ঢুকে তাঁকে হত্যা করেছে, ছাদ থেকে একপ্রকার ফেলেও দিয়েছে। যে কোনও মৃত্যুই আমাদের কাছে দুঃখজনক। কিন্তু সেটাকে কেন্দ্র করে মাওবাদীদের এই পোস্টার বারাসতের মানুষের কাছে নতুন করে আতঙ্কের সৃষ্টি করেছে। যারা এই পোস্টার মেরেছে, তাদের অবিলম্বে চিহ্নিত করা দরকার পুলিশের। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। আমরা কোনওরকম বিচ্ছিন্নতাবাদী শক্তির সঙ্গে আপস করতে রাজি নই। এই ধরনের পোস্টার যাতে আগামী দিনে যাতে কোথাও না পড়ে, তার জন্য পুলিশ যেন অবিলম্বে তদন্ত করুক এবং যারা রাতের অন্ধকারে এই পোস্টার ফেলেছে, তাদের চিহ্নিত করে গ্রেফতার করুক। তার জন্য আমরা প্রশাসনের সঙ্গে সবরকম সহযোগিতা করব।”
স্থানীয় সিপিএম নেতা বরুণ ভট্টাচার্য জানিয়েছেন, আপনাদের কাছেই প্রথম শুনলাম বারাসতে মাওবাদী পোস্টার পড়ার বিষয়টি। বারাসতে মাওবাদী পোস্টার কারা লাগালেন, এই বিষয়ে যাবতীয় তদন্ত করার দায়িত্ব প্রশাসনের। পুলিশ প্রশাসন তদন্ত করে দেখুক, তারা কী চাইছে। এটা সিপিআইএমের কোনও দায়িত্ব নেই এর তদন্ত করার।”
আরও পড়ুন : CPIM State Conference: ‘রেড ভলান্টিয়ার্সের কাজ অভাবনীয় ও নজিরবিহীন’, আরও সক্রিয়তার বার্তা কারাতের