Body Recovered: ১৮ দিন ধরে নিখোঁজ, ইছামতির ধার থেকে উদ্ধার ব্যবসায়ীর পচগলা দেহ! খুনের সন্দেহ পরিবারের
Ichamati River: পরিবারের আশঙ্কা কেউ খুন করে ঝোপের মধ্যে দেহ লুকিয়ে রেখেছিল। দেহ উদ্ধারের খবর চাউর হতেই শোরগোল পড়ে যায় এলাকায়। খবর যায় পুলিশের কাছে। কিছু সময়ের মধ্যে স্বরূপনগর থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে।

স্বরূপনগর: ১৮ দিন ধরে মিলছিল না খোঁজ। শেষ পর্যন্ত ইছামতি নদীর পাড় থেকে উদ্ধার হল ব্যবসায়ীর পচা-গলা দেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য় স্বরূপনগর ব্লকের চারঘাট গ্রাম পঞ্চায়েত এলাকায়। চারঘাটের ভূমিতলা গ্রামের বাসিন্দা গণেশ সরকার। ১৩ অগস্ট রাত থেকে তাঁর আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। এলাকায় বিস্তর খোঁজাখুঁজির পরেও কোনও ফল না হওয়ায় ইছামতী নদীতে ডুবরি নামিয়েও চলেছিল তল্লাশি। কিন্তু লাভ হয়নি। অবশেষে সেই ইছামতি নদীর টিপির ঘাটের পাশে বাগানের মধ্যেই মেলে মৃতদেহ।
পরিবারের আশঙ্কা কেউ খুন করে ঝোপের মধ্যে দেহ লুকিয়ে রেখেছিল। দেহ উদ্ধারের খবর চাউর হতেই শোরগোল পড়ে যায় এলাকায়। খবর যায় পুলিশের কাছে। কিছু সময়ের মধ্যে স্বরূপনগর থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে। পাঠানো হয় বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে। দ্রুত ময়নাতদন্ত হবে বলে জানা যাচ্ছে।
দেহ উদ্ধারের কান্নার রোল পরিবারে। সদস্যদের জোরাল দাবি, কেউ খুন করেছে গণেশকে। তারপরই দেহ ওখানে লুকিয়ে রাখা হয়। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। তবে কী এলাকায় কোনও ব্যক্তির সঙ্গে ঝামেলার জের, নাকি ব্যবসায়িক শত্রুতার জেরে এই ঘটনা, নাকি নিছক দুর্ঘটনা? ভাবাচ্ছে পুলিশকে। পরিবারের লোকজনের পাশাপাশি পুলিশ কর্তারা কথা বলেছেন এলাকার লোকজনের সঙ্গেও।
