AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Arjun Singh: ‘মজুরদের সঙ্গে আন্দোলন করেই এখানে পৌঁছেছি’, জুটমিল খুলতেই হবে, হুঁশিয়ারি অর্জুন সিংয়ের

Arjun Singh: রবিবার বন্ধ হয়ে যাওয়া ভাটপাড়ার রিলায়েন্স জুটমিলের গেটের সামনে জুট টেক্সটাইল ওয়ার্কার ইউনিয়নের এক সভা ছিল। সেই মঞ্চ থেকে মিলের মালিক ও মিল কর্তৃপক্ষ হুঁশিয়ারি দেন অর্জুন সিং। শ্রমিকদের পুজোর বোনাসের দাবির পাশাপাশি নিঃশর্তে কারখানার গেট খোলারও দাবি তোলেন সাংসদ।

Arjun Singh: 'মজুরদের সঙ্গে আন্দোলন করেই এখানে পৌঁছেছি', জুটমিল খুলতেই হবে, হুঁশিয়ারি অর্জুন সিংয়ের
অর্জুন সিং। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 17, 2023 | 8:32 PM
Share

ব্যারাকপুর: পুজোর মুখে জুটমিলে তালা ঝোলায় কপালে হাত শ্রমিক পরিবারগুলোর। পুজোর আনন্দ তো মাটিই, দু’বেলা পরিবারের মুখে খাবার জোটাতেই হিমশিম দশা। এবার ভাটপাড়া রিলায়েন্স জুটমিল খোলার দাবিতে সরব ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। জুটমিলের তালা খোলার পাশাপাশি শ্রমিকদের বোনাসের দাবিতে সরব অর্জুন। অর্জুনের হুঁশিয়ারি, জুটমিলের তালা না খুললে এমন মিল বন্ধ হবে মালিকপক্ষ টের পাবে।

রবিবার বন্ধ হয়ে যাওয়া ভাটপাড়ার রিলায়েন্স জুটমিলের গেটের সামনে জুট টেক্সটাইল ওয়ার্কার ইউনিয়নের এক সভা ছিল। সেই মঞ্চ থেকে মিলের মালিক ও মিল কর্তৃপক্ষ হুঁশিয়ারি দেন অর্জুন সিং। শ্রমিকদের পুজোর বোনাসের দাবির পাশাপাশি নিঃশর্তে কারখানার গেট খোলারও দাবি তোলেন সাংসদ।

অর্জুন সিং বলেন, “একবার ভেবে দেখবেন আমরা যদি মিল বন্ধ করে দিই, তাহলে কী অবস্থা হবে। একজন শ্রমিকের আজীবনের পুঁজি যেমন এখানে, আপনাদেরও কম টাকা এখানে নেই। শ্রমিক মহল্লায় এসে বলে দিয়ে গেলাম, কোনও দালালের ভরসায় কারখানা চালাবেন না, শ্রমিকের ভরসায় মিল চালান।”

একইসঙ্গে অর্জুন বলেন, প্রায়শই কানে আসে অনেক মালিক শ্রমিকদের সঙ্গে দুর্মুখ হন। তাঁদেরও সতর্ক করেন সাংসদ। কার ভরসায় এগুলো করেন মালিকরা? কাউকে গালাগাল করলে পাল্টা শুনতেও হবে। পরে অর্জুন সিং বলেন, “মজুরদের সঙ্গে জন্মেছি, তাঁদের সঙ্গে আন্দোলন করেই এই জায়গায় পৌঁছেছি। বিশ্বকর্মা পুজোর দিন কারখানা বন্ধ থাকলে সব থেকে বড় কষ্ট শ্রমিকদেরই হয়। এমন কোনও সমস্যা হয়নি, যার জন্য মিল বন্ধ করে দিতে হবে।”