Nimta: ছেলে গাছে ফাঁস লাগিয়ে ঝুলছে! হঠাৎই বাড়ির লোকের মোবাইলে এল সেই ভিডিয়ো, বৌমার বিরুদ্ধে অভিযোগ পরিবারের
Nimta: পরিবার সূত্রে জানা গিয়েছে, গত তিন দিন ধরে নিখোঁজ ছিলেন মহারাজ ওরফে বাপ্পা দাস নামে বছর পঁয়ত্রিশের এক যুবক। বুধবার ওই যুবকের গলায় দড়ি দেওয়া দেহ উদ্ধার হয় নিমতার ক্ষুদিরামপল্লি এলাকা থেকে।

নিমতা: ছেলে তিন দিন ধরে নিখোঁজ ছিল। কিন্তু সে কথা বৌমা জানাননি। তিন দিন পর হঠাৎই ছেলের মায়ের ফোনে আসে একটি ভিডিয়ো। তাতে দেখেন, গাছের ডালে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে ছেলে। নিমতার শ্যামাপ্রসাগনগরে এক যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল। বৌমার বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে পরিবার। পুলিশ জানিয়েছে, মৃতের নাম বাপ্পা দাস।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গত তিন দিন ধরে নিখোঁজ ছিলেন মহারাজ ওরফে বাপ্পা দাস নামে বছর পঁয়ত্রিশের এক যুবক। বুধবার ওই যুবকের গলায় দড়ি দেওয়া দেহ উদ্ধার হয় নিমতার ক্ষুদিরামপল্লি এলাকা থেকে। শুক্রবার পরিবারের লোক জানতে পারে, তাঁদের ছেলের দেহ উদ্ধার হয়েছে ক্ষুদিরামপল্লি থেকে। এরপরই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের লোকেরা।
বাপ্পার পরিবারের অভিযোগ, বৌমা দেবিকা দাসই বাপ্পাকে খুন করেছেন। অথবা খুন করে গাছে ঝুলিয়ে দিয়েছেন। এলাকাবাসীর অভিযোগ, রায়দিনি দেবিকা ও বাপ্পার মধ্যে অশান্তি লেগে থাকত। হঠাৎই তাঁরা খবর পান বাপ্পাকে পাওয়া যাচ্ছে না। এরপরই একটি ভিডিয়ো দেখতে পান। দেখা যায়, তাঁদের বাড়ির ছেলে গলায় ফাঁস লাগিয়ে গাছে ঝুলছে। তাঁদের অভিযোগ, দেবিকাই বাপ্পাকে খুন করেছে বা কাউকে দিয়ে মেরে ফেলেছেন। যদিও ঘটনার পর থেকে পলাতক দেবিকা। পুলিশ তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে।
