Noapara Dacoity: নোয়াপাড়ায় ডাকাতির ছক বানচাল, আগ্নেয়াস্ত্র-সহ ধৃত দুষ্কৃতী

Noapara Arrested: পুলিশ সূত্রের খবর, ডাকাতির অনয় এবং রকির দলবল জড় হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে, পুলিশ তাদের ঘিরে ফেলে এবং হাতেনাতে দুইজনকে ধরে ফেলে। বাকিরা পালিয়ে যায়।

Noapara Dacoity: নোয়াপাড়ায় ডাকাতির ছক বানচাল, আগ্নেয়াস্ত্র-সহ ধৃত দুষ্কৃতী
উদ্ধার আগ্নেয়াস্ত্র, (ফাইল চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Dec 23, 2021 | 9:43 AM

উত্তর ২৪ পরগনা: নোয়াপাড়ায় আগ্নেয়াস্ত্র-সহ ধৃত দুই দুষ্কৃতী। গোপন সূত্রে খবর পেয়ে, ইছাপুর মায়াপল্লি এলাকায় হানা দিয়ে নোয়াপাড়া থানার পুলিশ দুই দুষ্কৃতীকে গ্ৰেফতার করেছে। ধৃতদের নাম রকি দাস ও অনয় দে। পুলিশ ধৃতদের কাছ থেকে দুই রাউন্ড কার্তুজ-সহ একটি সেভেন এম এম পিস্তল উদ্ধার করেছে।

পুলিশ সূত্রের খবর, ডাকাতির অনয় এবং রকির দলবল জড় হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে, পুলিশ তাদের ঘিরে ফেলে এবং হাতেনাতে দুইজনকে ধরে ফেলে। বাকিরা পালিয়ে যায়। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে নোয়াপাড়া থানার পুলিশ।

এদিকে, মেট্রোর কাজে দুষ্কৃতীদের বাধা। রাতের বেলায় চলে তাণ্ডব। দমদমের কমলাপুরের ঘটনা। নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত এখানে মেট্রোর এক্সটেনশনের কাজ চলছে।

কর্মীদের দাবি, গতকাল রাতে কয়েকজন দুষ্কৃতী এলাকায় চড়াও হয়। ধারাল অস্ত্র ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুটেেরও চেষ্টা চলে। বরাত পাওয়া ঠিকাদার সংস্থার দাবি, আগেও একাধিকবার এখানে দুষ্কৃতী হামলা হয়েছে। বারবার থানায় অভিযোগ জানালেও, কোনও সুরাহা হয়নি। দুষ্কৃতী দৌরাত্ম্যে আতঙ্কে এলাকাবাসী।

ঠিক এক মাস আগেই নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রো প্রকল্পে দুষ্কৃতী হামলা হয়। অভিযোগ, মেট্রো প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মীদের বেঁধে রেখে মারধর করা হয়। ওই মেট্রো প্রকল্পে সশস্ত্র দুষ্কৃতীরা লুটপাটও চালায়। দমদম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এখনও মেট্রো প্রকল্পে হামলা চালানো দুষ্কৃতীদের কাউকেই গ্রেপ্তার করা যায়নি।

মঙ্গলবার রাতে নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রো সম্প্রসারণের কাজ চলছিল। আচমকাই জোরে কিছু পড়ে যাওয়ার আওয়াজ পেয়ে বাইরে বেরিয়ে আসেন কর্মীরা। তাঁরা দেখেন, মেট্রো প্রকল্পের আশেপাশে অন্তত ১৬-১৭ জন দুষ্কৃতী ঘোরাফেরা করছে। তাদের প্রত্যেকের হাতেই রয়েছে অস্ত্রশস্ত্র। নৈশপ্রহরী-সহ বেশ কয়েকজন কর্মীকে বেঁধে রাখে দুষ্কৃতীরা। শুধু তাই নয়, নিরাপত্তারক্ষীদের মারধরও করে ওই সশস্ত্র দুষ্কৃতীরা। মারধরের পর মেট্রো প্রকল্প থেকে মূল্যবান সামগ্রী লুটপাট করে তারা।

আরও পড়ুন: Sayantan Basu: রাজ্য কমিটি থেকে নাম বাদ, তালিকা গ্রুপে ঢুকতেই ‘লেফট’ হয়ে গেলেন সায়ন্তন বসু

আরও পড়ুন: Weather Update: আরও বাড়ল তাপমাত্রা, তবে কি খেল দেখাতে শুরু করল পশ্চিমী ঝঞ্ঝা?