Panihati: কেন পদত্যাগের নির্দেশ? নেতৃত্বের কাছে চিঠি দিয়ে জানতে চাইলেন পানিহাটির চেয়ারম্যান, মলয়ের মুখে ‘খেলা হবে’ স্লোগান
Panihati: সূত্র মারফত জানা যাচ্ছে, কলকাতা পৌরনিগমের মেয়র তথা পৌরমন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে সোমবার রাতেই সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা হয়েছে। তখনই তিনি পানিহাটি পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে তাঁর ক্ষোভের কথা ফিরহাদকে জানান মমতা।

পানিহাটি: রাতারাতি ভোলবদল পানিহাটির চেয়ারম্যান মলয় রায়ের। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম পদত্যাগের নির্দেশ দিলেও চেয়ারম্যানের চেয়ারেই রয়েছেন মলয়। কেন পদত্যাগের নির্দেশ, তার জবাব পেলেই তিনি পদত্যাগ করবেন বলে স্পষ্ট জানিয়েছেন। তাঁর মুখেও ‘খেলা হবে’ নির্দেশ। যদিও মঙ্গলবার সন্ধ্যাতেই পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে গিয়ে পদত্যাগপত্র দিয়ে এসেছেন তিনি। যদিও আইন অনুযায়ী পদত্যাগপত্র দেওয়ার কথা মহকুমা শাসকের কাছে। কিন্তু এই মুহূর্তে তিনি এখন তাঁর অবস্থানে অবিচল।
সূত্র মারফত জানা যাচ্ছে, কলকাতা পৌরনিগমের মেয়র তথা পৌরমন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে সোমবার রাতেই সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা হয়েছে। তখনই তিনি পানিহাটি পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে তাঁর ক্ষোভের কথা ফিরহাদকে জানান মমতা। তাঁকে যেন পদত্যাগ করতে বলা হয়, তেমনও নির্দেশ দেন বলে সূত্রের খবর। সোদপুরের ফুসফুস অমরাবতী মাঠ নিয়ে প্রোমোটিংয়ে নাম জড়ানোর অভিযোগ।
যদিও মলয় রায়ের বক্তব্য, “একটা মিথ্যা অভিযোগের ভিত্তিতে এরকম একটা পদক্ষেপ করা হয়েছে। নাকি সঠিক ভালো কোনও চেয়ারম্যান খুঁজে পাওয়া গেল, সে কারণে এই সিদ্ধান্ত নেওয়া হল। সেই উত্তর পেতে চাই। উত্তর নাও পেতে পারি। মুখ্যমন্ত্রী সবার ওপরে। তাঁর ওপরে তো কিছু বলার নেই। মাঠ খেলার জায়গা, রাজনীতির জায়গা নয়। অমরাবতী মাঠ নিয়ে কেউ নোংরা খেলা খেললে, আমিও খেলব।”





