বারাসত: লোকসভা নির্বাচনের আগে প্রচারে ঝড় তুলতে মঙ্গলবার বারাসতে এসেছিলেন নমো! এদিনের সভায় প্রথম থেকেই প্রধানমন্ত্রীর বক্তৃতার সিংহভাগ জুড়েই ছিল নারীশক্তি। কিন্তু সে প্রসঙ্গে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী মুখ খুললেন নিজের পরিবার নিয়েও। এই প্রথমবার, যা আগে কখনও শোনা যায়নি মোদীর মুখে, তাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তা বলতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন তিনি। মোদীকে প্রথমবার তাঁর পরিবার নিয়ে কথা বলতে শোনা যায়। আর পরিবার নিয়ে কথা বলতে গিয়ে ফিরে যান নিজের ছোটবেলায়। ছোটবেলার দিনগুলো তাঁর কীভাবে কেটেছে, বললেন সবটাই।
আসলে প্রসঙ্গটা ছিল মোদীর পরিবার নিয়ে লাগাতর ইন্ডিয়া জোটের সদস্যদের আক্রমণ। আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব প্রশ্ন তুলেছিলেন প্রধানমন্ত্রীর পরিবার নিয়ে। আর সে প্রশ্নের জবাব দিতে গিয়েই বাংলায় এসে প্রথমবার নিজের পরিবারের কথা বললেন মোদী।
প্রধানমন্ত্রী বলেন, “আমার পরিবার নিয়েও ওরা কথা বলতে ছাড়ছে না। আসলে আজ একটা সত্যিটা বলছি আপনাদের, যা আগে কখনও বলিনি। আমি অনেক ছোটো বয়সে ঘর থেকে একটা ঝোলা নিয়ে বেরিয়ে গিয়েছিলাম। পরিবার ছেড়ে দেশের কোণায় কোণায় ঘুরে বেড়াচ্ছিলাম। কিছু খোঁজার চেষ্টা করছিলাম। আমার পকেটে কখনও এক পয়সাও ছিল না।”
তাঁর সংযোজন, “আপনার জেনে গর্ব হবে, আমার পকেটে পয়সা ছিল না, না ছিল কোনও মাথার ওপর ছাদ। শুধু আমার কাঁধে ঝোলা ছিল। কোনও না কোনও মা-বাবা, কোনও বোন, আমাকে প্রশ্নটা করেই ফেলত, ‘বাবা তুমি কি কিছু খেয়েছো?’ আমি আজ বলছি, সালের পর সাল আমি পরিবার ছেড়ে ছিলাম। আমার পকেটে পয়সাও ছিল না। কিন্তু আমি এক দিনই খালি পেটে থাকি নি।” মোদী বলেন, “গোটা দেশ আমার পরিবার। তাই আমি বলি, এটাই আমার পরিবার। ১৪৪ কোটে দেশবাসী আমার পরিবার।”
বিরোধীদের প্রশ্নের জবাব দিয়ে মোদী বলেন, ” NDA সরকারের জয়ের নিশ্চয়তা দেখে ইন্ডিয়া জোটের সকলেই আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন। তাই মোদীকে গালি দিতে শুরু করেছে। তাই ওরা বলছে, মোদীর নিজের পরিবারই নেই।” এদিন বাংলায় দাঁড়িয়ে বিরোধীদের সে প্রশ্নেরই উত্তর দিলেন মোদী।