Barahanagar: বরাহনগরে জমির মালিককেই বাড়ি থেকে উচ্ছেদ, রাজি না হওয়ায় মারধরের অভিযোগ প্রোমোটারের বিরুদ্ধে
Barahanagar: অভিযোগ, প্রোমোটার অরুণ রায় ও তাঁর দলবল অনিলবাবু ও তাঁর পরিবারকে সম্পত্তির ভাগ দিতে রাজি হচ্ছে না। উল্টে তাঁদেরই উচ্ছেদ করতে চাইছে সেখান থেকে। এতে রাজি না হয়ে প্রতিবাদ করে অনিল সাউ। তখনই অনিলবাবুকে প্রাণনাশের হুমকি ও মারধরের অভিযোগ ওঠে প্রোমোটার অরুণ রায় ও তাঁর দলবলের বিরুদ্ধে।

বরাহনগর: মালিককেই তাঁর জমি থেকে উচ্ছেদের চেষ্টা। তাতে রাজি না হওয়ায় এক ব্যক্তিকে হুমকি ও মারধরের অভিযোগ প্রোমোটারের বিরুদ্ধে। বরাহনগর থানায় দায়ের হয়েছে অভিযোগ। এই এলাকায় প্রোমোটার রাজের খবর নতুন নয়। বরাহনগর ৬ নম্বর ওয়ার্ডের আলমবাজার এলাকার একটি জমিতে চলছে প্রোমোটিংয়ের কাজ। জানা গিয়েছে, জমিটির মালিক অনিল শাউ ও তাঁর শরীকরা।
অভিযোগ, প্রোমোটার অরুণ রায় ও তাঁর দলবল অনিলবাবু ও তাঁর পরিবারকে সম্পত্তির ভাগ দিতে রাজি হচ্ছেন না। উল্টে তাঁদেরই উচ্ছেদ করতে চাইছেন সেখান থেকে। এতে রাজি না হয়ে প্রতিবাদ করে অনিল সাউ। তখনই অনিলবাবুকে প্রাণনাশের হুমকি ও মারধরের অভিযোগ ওঠে প্রোমোটার অরুণ রায় ও তাঁর দলবলের বিরুদ্ধে। গোটা ঘটনায় আতঙ্কিত পরিবার।
এই ঘটনায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে বরাহনগর থানায়। সরব হয়েছে বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতা রাজিব মিশ্র বলেন, “বরাহনগর এলাকা জুড়ে শাসকদলের মদতে প্রোমোটাররাজ ও দুষ্কৃতীদের বারবারন্ত চলছে। ভয়ে কেউ অন্যায়ের প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না।” যদিও এই বিষয়ে শাসকদলের প্রতিক্রিয়া মেলেনি।
