RG Kar Case Update: ‘ওঁর CP-ACP-ই তো প্রমাণ লোপাট করেছে’, মুখ্যমন্ত্রীকে ‘এখন এত ব্যস্ত না হওয়ার’ পরামর্শ তিলোত্তমার বাবার

Ananta Chattopadhyay | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 21, 2025 | 1:28 PM

RG Kar Case: প্রসঙ্গত, তথ্য প্রমাণ লোপাট ও কর্তব্যের গাফিলতির অভিযোগে আগেই তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে সরব হয়েছিলেন চিকিৎসকরা। তারপর পদত্যাগের দাবিতেও সরব হন। জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে নিয়ে বিনীত গোয়েলকে পদ থেকে সরানো হয়।

RG Kar Case Update: ওঁর CP-ACP-ই তো প্রমাণ লোপাট করেছে, মুখ্যমন্ত্রীকে এখন এত ব্যস্ত না হওয়ার পরামর্শ তিলোত্তমার বাবার
মুখ খুললেন তিলোত্তমার বাবা
Image Credit source: Tv9 Bangla

Follow Us

পানিহাটি: সোমবার আরজি করের রায় ঘোষণার পরই সঞ্জয় রাইয়ের মৃত্যুদণ্ডের দাবিতে সরব মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য। গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “আমাদের হাতে থাকলে ফাঁসি দিয়ে দিতাম।” এবার মুখ্য়মন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে মুখ খুললেন তিলোত্তমার বাবা-মা। তিনি বলেন, “মুখ্যমন্ত্রীকে অত ব্যস্ত হতে হবে না। উনি এতদিন যা করেছেন…আর ওঁকে ব্যস্ত হতে হবে না।”

সোমবার মুখ্যমন্ত্রীর বক্তব্যের পাল্টা তিলোত্তমার বাবা বলেন, “মুখে ওই সব কথা উনি বলতে পারেন। ওঁর সিপি-এসিপি উপস্থিত থেকে সব তথ্য প্রমাণ লোপাট করেছে। উনি সেগুলো দেখতে পাচ্ছেন না প্রথম থেকে?” এরপর তিনি জানান, রায়ের কপি হাতে আসার পর তারপর তাঁর সিদ্ধান্ত নেবেন উচ্চ-আদালতে আদৌ তাঁরা যাবেন কি না।

প্রসঙ্গত, তথ্য প্রমাণ লোপাট ও কর্তব্যের গাফিলতির অভিযোগে আগেই তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে সরব হয়েছিলেন চিকিৎসকরা। তারপর পদত্যাগের দাবিতেও সরব হন। জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে নিয়ে বিনীত গোয়েলকে পদ থেকে সরানো হয়। অপরদিকে, গতকাল থেকেই  সঞ্জয়ের ফাঁসি নিয়ে বারবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন, “ফাঁসি হলে মনকে সান্ত্বনা দিতে পারতাম। এই কেসে আমাদের ফাঁসির দাবি সকলের ছিল। সেক্ষেত্রে বিচারের রায় নিয়ে কিছু বলব না। আমাদের হাতে কেস থাকলে অনেকদিন আগেই ফাঁসির অর্ডার করিয়ে দিতে পারতাম। প্রথম দিন থেকেই ফাঁসি চেয়েছি।”

Next Article