BJP in Sandeshkhali: তৃণমূলের ব্রিগেডের দিনই বিজেপির ফোকাসে সন্দেশখালি, বড় সভা শুভেন্দুর

Pradipto Kanti Ghosh | Edited By: জয়দীপ দাস

Mar 09, 2024 | 1:15 PM

BJP in Sandeshkhali: সভায় প্রধান বক্তা হিসাবে থাকছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিকে সন্দেশখালির ঝড় গোটা বাংলায় উঠবে বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলায় এসে একাধিকবার এই ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়েছেন।

BJP in Sandeshkhali: তৃণমূলের ব্রিগেডের দিনই বিজেপির ফোকাসে সন্দেশখালি, বড় সভা শুভেন্দুর
বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
Image Credit source: TV9 Bangla

Follow Us

সন্দেশখালি: রাত পোহালেই ব্রিগেডে জনগর্জন সভা তৃণমূলের। একেবারে ৬০০ নেতা-নেত্রীদের উপস্থিত থাকার কথা রয়েছে। থাকছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভাকে কেন্দ্র করে সাজ সাজ রব তৃণমূলের অন্দরে। এদিকে এদিনই আবার জলপাইগুড়ি লোকসভা নির্বাচনের প্রচারে বড় সভা করছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১০ দিনে ৪ বার এলেন বাংলা। এর আগে সভা করেছেন আরামবাগ, কৃষ্ণনগর, বারাসতে। কিন্তু, যে রবিবারের বারবেলায় ব্রিগেডে ঝড় তুলতে চলেছে তৃণমূল সেই রবিবারই সন্দেশখালিতে দাঁড়িয়ে তৃণমূলের উপর নতুন করে চাপ বাড়াতে বড় সভা করতে চলেছে পদ্ম শিবির। সন্দেশখালি চলোর ডাক দেওয়া হয়েছে বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার তরফ থেকে।  সন্দেশখালি ন্যাজাট থানার দক্ষিণ আখড়াতলায় দুপুর ১২ টায় সভা।

সভায় প্রধান বক্তা হিসাবে থাকছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিকে সন্দেশখালির ঝড় গোটা বাংলায় উঠবে বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলায় এসে একাধিকবার এই ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, লোকসভা ভোটে বিজেপি সন্দেশখালিকে প্রধান ইস্যু করেই ভোট ময়দানে ঝাঁপাতে চায়, তার সুর বেঁধে দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী। এহেন আবহে সন্দেশখালিকে সামনে রেখেই লাগাতার কর্মসূচি রাখতে চলেছে বিজেপি। সভা, নেতৃত্বের সন্দেশখালি পৌঁছে যাওয়া কিংবা সেখানকার বাসিন্দাদের জন্য প্রয়োজনীয় নানা সাহায্য পৌঁছে দিয়েই আম নাগরিককে বার্তা দিতে চাইছেন বিজেপি নেতৃত্ব।

এদিকে পরিসংখ্যান বলছে, গত ১২ বছরে মহিলা ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই ঝুঁকেছে বারবার। সন্দেশখালির মহিলাদের যে অত্যাচারের অভিযোগ সামনে এসেছে, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মহিলা ভোট ব্যাঙ্কে আঘাত লাগতে পারে। সেই সম্ভাবনা উজ্জ্বল হয়েছে বলেই মত বিজেপি নেতৃত্বের একাংশের। ফলে সেই কারণে কেন্দ্রের উন্নয়ন, রাম মন্দিরকে পিছনে ফেলে সন্দেশখালিকেই ফোকাস করছে পদ্ম শিবির। 

Next Article