Sandeshkhali: সন্দেশখালির রেখা পাত্রের বিরুদ্ধে এই অর্চনাকেই প্রার্থী করতে চেয়েছিল তৃণমূল! কেন পারল না? একটা জায়গাতেই আটকে যায়…

Sandeshkhali: অর্চনা বলেন, "আমাকে বলেছিল প্রার্থী করব তোমাকে। এক মাস আগে। তৃণমূলের কর্মীরা। বলেছিল, বিজেপি যখন আন্দোলনকারী এক জনকে প্রার্থী করেছে, আমরা তোমাকে প্রার্থী করতে চাইছি। সেই প্রার্থী তুমি হও।"

Sandeshkhali: সন্দেশখালির রেখা পাত্রের বিরুদ্ধে এই অর্চনাকেই প্রার্থী করতে চেয়েছিল তৃণমূল! কেন পারল না? একটা জায়গাতেই আটকে যায়...
ঝুপখালির অর্চনা ভুঁইঞাImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: May 15, 2024 | 5:43 PM

সন্দেশখালি:  সন্দেশখালির রেখা পাত্রকে বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী করেছে বিজেপি। রেখা পাত্র, যিনি প্রথম সন্তানকে কোলে নিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলেছেন। নিগ্রহের অভিযোগ তুলেছিলেন শাহজাহান-শিব হাজরা গোষ্ঠীর বিরুদ্ধে। সন্দেশখালির সেই আন্দোলনের মুখ রেখা পাত্র এখন বিজেপির হাতে তরুপের তাস! আর তাঁর বিরুদ্ধে বসিরহাট কেন্দ্রে হাজি নরুল ইসলামকে প্রার্থী করেছে তৃণমূল। তৃণমূল প্রার্থী হাজি নুরুল পঞ্চদশ লোকসভার সদস্য ছিলেন। এবারের প্রার্থী। কিন্তু সন্দেশখালির এক আন্দোলনকারীর মুখে উঠে এল আরও বিস্ফোরক তথ্য। সন্দেশখালির এক আন্দোলনকারীকে রেখা পাত্রের বিরুদ্ধে প্রার্থী করতে চেয়েছিল তৃণমূল। TV9 বাংলার ক্যামেরার সামনে এসে বিস্ফোরক দাবি করলেন সন্দেশখালির ঝুপখালির বাসিন্দা অর্চনা ভুঁইঞা।

অর্চনা দাবি করেন, তাঁকে প্রার্থী করতে চেয়েছিল তৃণমূল। তাঁকে ২০ লক্ষ টাকা দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়। অর্চনা বলেন, “আমাকে বলেছিল প্রার্থী করব তোমাকে। এক মাস আগে। তৃণমূলের কর্মীরা। বলেছিল, বিজেপি যখন আন্দোলনকারী এক জনকে প্রার্থী করেছে, আমরা তোমাকে প্রার্থী করতে চাইছি। সেই প্রার্থী তুমি হও।”

তিনি আরও বলেন, “আমাকে বলেছিল, তোমার জমি জায়গা ফেরত দেব, টাকা দেব। আমাকে ২০ লক্ষ টাকা দিতে চেয়েছিল। আমাকে স্বামীকে তুলে নিয়ে গিয়ে মারধর করেছিল। আমার স্বামীকে মেরে অন্ধ করে দিয়েছে। এখন প্রার্থী করার জন্য এসেছিল।”  এক্ষেত্রে বেশ কয়েকজনের নামও করেছেন তিনি। অর্চনা বলেন, “সিদ্দিকি মোল্লা, তপন ভুঁইঞা, সামসুদ্দিন সাহারজি। তৃণমূল টাকা দিয়ে ভোট কিনতে চাইছে। আমাদের কি ইজ্জতের কোনও দাম নেই?”

সন্দেশখালিতে এখন চলছে অন্য খেলা। নির্যাতনের অভিযোগ, অভিযোগ প্রত্যাহারের জন্য টাকার প্রস্তাব-ইত্যাদি একাধিক ধাঁধায় সন্দেশখালিতে চক্রব্যুহের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এরই মধ্যে বিস্ফোরক দাবি অর্চনার।