Sandeshkhali: আজ কি বড় কিছু ঘটবে সন্দেশখালিতে? গভীর রাতেও টহল রাজীবের, বসেছে CCTV
Sandeshkhali:সন্দেশখালিতে মহিলাদের উপর অত্যাচারের ঘটনায় সেখানকার নির্যাতিতারা বারবার কাঠগড়ায় তুলেছেন শিবু হাজরা, উত্তম সর্দার ও শেখ শাহজাহানকে। এর মধ্যে শাহজাহানের নাম আবার জড়িয়েছে রেশন দুর্নীতিতে। ইডি-র নজরেও পড়েছেন এই তৃণমূল নেতা।
সন্দেশখালি: ‘হোয়াট ইস কুকিং ইন সন্দেশখালি?’ আপাতত এই প্রশ্নই এখন ঘোরা ফেরা করছে। কারণ বুধবার সেই দুপুর থেকে টানা সন্দেশখালিতে অ্যাকশন মোডে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। কখনও নদীপথে লঞ্চে, কখনও আবার বিভিন্ন প্রান্ত ঘুরলেন। কখনও টোটোয় চেপে গ্রামে গ্রামে ঘুরলেন। শুধু তাই নয় রাতে চললও টহল। আর পুলিশের এই অতিসক্রিয় ভূমিকা দেখে কার্যত সেখানকার বাসিন্দাদের মধ্যে বাড়ছে চাপানউতর।
সন্দেশখালিতে মহিলাদের উপর অত্যাচারের ঘটনায় সেখানকার নির্যাতিতারা বারবার কাঠগড়ায় তুলেছেন শিবু হাজরা, উত্তম সর্দার ও শেখ শাহজাহানকে। এর মধ্যে শাহজাহানের নাম আবার জড়িয়েছে রেশন দুর্নীতিতে। ইডি-র নজরেও পড়েছেন এই তৃণমূল নেতা। আর যেদিন থেকে গোয়েন্দারা তাঁকে জিজ্ঞাসাবাদ করবেন বলে ভেবে রেখেছিলেন, সেই দিন থেকেই বেপাত্তা তিনি। কোথায় শাহাজাহান? কেন তাঁকে ধরতে পারা যাচ্ছে না? এই নিয়ে বিরোধীদের তোপের মুখেও পড়তে হয়েছে রাজ্য পুলিশকে। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল তো আবার বলেছেন, “শাহজাহান সন্দেশখালিতে আছে। ছয় জনকে নিয়ে স্পিড বোটে করে এসে ওই এলাকায় নেমেছিলেন। তারপর লোকজনের চিৎকার-চেঁচামেচির চোটে তাঁরা চলে গিয়েছেন। ওখানে একটা জঙ্গল আছে, সেই জঙ্গলের মধ্যে চলে গিয়েছেন।” এমনকী, সন্দেশখালির একাংশ জনগণের একাংশও সেই একই কথা বলেছেন।
এই পরিস্থিতির মধ্যেই গতকাল সন্দেশখালিতে হাজির ডিজিপি। শেখ শাহজাহানের ডেরায় অভিযান চালাতে গিয়ে ৫ জানুয়ারি আক্রান্ত হয়েছিলেন ইডির অফিসাররা। সেই ঘটনার ৪৭ দিন পর সন্দেশখালিতে এসেছেন রাজীব কুমার। মূলত, নদী সংলগ্ন দ্বীপগুলিতে নজরদারি চালান তিনি। এরপর ফিরে আসেন PWD-র বাংলোয়। রাত্রি ১০টা নাগাদ ফের বের হন তিনি। টোটোয় করে এলাকা ঘোরেন। তাঁর সঙ্গে বাইকে চড়়ে এলাকায় ঘোরাঘুরি কয়েকজন পুলিশও। এরপর এসপি (SP)-র নেতৃত্বে পুলিশ গোটা এলাকায় টহল দেয়। পরবর্তীকালে পুলিশকে গভীর রাত পর্যন্ত সক্রিয় ভূমিকায় দেখা যায় মূলত তিন চারটি জায়গায়। এমনকী বসানো হয় সিসিটিভিও।
এ দিকে, গতকাল থেকেই ডিজি বারবার আশ্বাস দিয়েছেন আজ একটি সাংবাদিক বৈঠক করবেন। সেই বৈঠক থেকে কোনও একটি বিষয় সম্বন্ধে জানানো হবে। সেক্ষেত্র তাঁর ঘোষণা কী হবে সেই নিয়ে বাড়ছে কৌতুহল। অপরদিকে, হঠাৎ করেই সন্দেশখালিতে রাজীব কুমারের পৌঁছনো। এবং পুলিশের এই অতিসক্রিয়তা যা দেখে সন্দেশখালির সাধারণ বাসিন্দাদেরও প্রশ্ন তাহলে কি এবার পুলিশের জালে ধরা পড়বে শেখ শাহজাহান?