AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BSF: বনশ্রী ও সিরাজুলের হাবভাব দেখেই সন্দেহ হয়েছিল, তারপরই সবটা খোলসা করল BSF

BSF: অভিযুক্তরা হলেন বনশ্রী রায় ও সিরাজুল ইসলাম। এর মধ্যে বনশ্রীর বাড়ি বাংলাদেশের যশোরে ও সিরাজুন থাকেন বাগেরহাটে। অভিযোগ, এই দু'জনকেই বেআইনি ভাবে ভারতে ঢুকিয়েছে দালাল সুব্রত মুখোপাধ্যায়। এই সুব্রতর বাড়ি বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের বিথারী গ্রামে।

BSF: বনশ্রী ও সিরাজুলের হাবভাব দেখেই সন্দেহ হয়েছিল, তারপরই সবটা খোলসা করল BSF
সিরাজুল ইসলাম, বনশ্রী রায়Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Dec 05, 2023 | 12:25 PM
Share

বসিরহাট: সীমান্তে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল ওরা। তবে ব্যাপারটা বিএসএফ-এর নজর এড়ায়নি। পরে আটক করতেই খোলসা হল রহস্য। অবৈধভাবে সীমান্ত পার করে ভারতে প্রবেশ করতে গিয়ে বিএসএফ-র জালে আবারও ধরা পড়ল দুই বাংলাদেশি ও এক দালাল। ঘটনাটি ঘটেছে বসিরহাটের স্বরূপনগর থানার বিথারী-হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের ভারত-বাংলাদেশ তারালি সীমান্তে।

অভিযুক্তরা হলেন বনশ্রী রায় ও সিরাজুল ইসলাম। এর মধ্যে বনশ্রীর বাড়ি বাংলাদেশের যশোরে ও সিরাজুন থাকেন বাগেরহাটে। অভিযোগ, এই দু’জনকেই বেআইনি ভাবে ভারতে ঢুকিয়েছে দালাল সুব্রত মুখোপাধ্যায়। এই সুব্রতর বাড়ি বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের বিথারী গ্রামে। বিএসএফ সূত্রে খবর, মঙ্গলবার সকালে সন্দেহজনকভাবে এরা ঘোরাঘুরি করছিল। সেই সময় ১১২ নম্বর ব‍্যাটেলিয়নের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের সন্দেহ হয়।

এদের জিজ্ঞাসাবাদ করতেই বিএসএফ জানতে পারে ভারতে প্রবেশে তাঁদের কাছে বৈধ কোনও নথি ছিল না। বনশ্রী এবং সিরাজুল উভয়ই জানিয়েছেন এ দেশে ঢুকতে সুব্রতই তাদের সাহায্য করেছে। ইতিমধ্যেই অভিযুক্তদের স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। দালাল সহ ধৃত তিনজনকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে।