TMC-BJP: ভোটের আগে ধাক্কা তৃণমূলে! জ্যোতিপ্রিয়র ছায়াসঙ্গী যাচ্ছেন বিজেপিতে, দল ছাড়ছেন কাউন্সিলরও
BJP: কিন্তু কেন আচমকা এই সিদ্ধান্ত? একরাশ ক্ষোভ উগরে দিচ্ছেন ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবণী কাশ্যপী। তাঁর দাবি, দীর্ঘদিন থেকেই দলে কার্যত গুরুত্বহীন হয়ে পড়েছেন। জন প্রতিনিধি হিসাবে কোনও কাজই করতে পারছেন না।

ব্যারাকপুর: ভোটের আগেই ব্যারাকপুরে ধাক্কা ঘাসফুল শিবিরে। একসময়ে ছিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ছায়া সঙ্গী। সেই মৃণ্ময় কাশ্যপ ও তৃণমূলের উত্তর ব্যারাকপুর পুরসভার কাউন্সিলর শ্রাবনী কাশ্যাপী ছাড়লেন দল। যোগ দিচ্ছেন বিজেপিতে। বিজেপি সূত্রে খবর, খুব তাড়াতাড়ি তাঁদের রাজ্য অফিসেই যোগদান করানো হবে। এই দলবদল নিয়েই এখন এলাকার রাজনৈতিক মহলে পুরোদমে চর্চা চলছে।
কিন্তু কেন আচমকা এই সিদ্ধান্ত? একরাশ ক্ষোভ উগরে দিচ্ছেন ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবণী কাশ্যপী। তাঁর দাবি, দীর্ঘদিন থেকেই দলে কার্যত গুরুত্বহীন হয়ে পড়েছেন। জন প্রতিনিধি হিসাবে কোনও কাজই করতে পারছেন না। দলের উপরতলাতেও বারবার জানিয়েছেন। কিন্তু কোনও ফলই হয়নি। lতিনি বলছেন, “ওয়ার্ডে কোনও অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণও করা হয়নি। গুরুত্বই দিত না। যেখানে গুরুত্ব নেই সেই দলে থেকে তো লাভ নেই। সেই জন্যই আমি দল ছাড়ছি।”
একই কথা বলছেন প্রাক্তন খাদ্যমন্ত্রীর ছায়া সঙ্গী মৃণ্ময় কাশ্যপীও। তিনি আবার দলে বেড়ে চলা দুর্নীতি নিয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন। বলছেন, যেভাবে দল দিনে দিনে দুর্নীতিতে জড়াচ্ছেন তাতে পার্টি করতে গেলেই এলাকার মানুষ চোর বলছেন। সে কারণেই তাঁরা তৃণমূল ছেড়ে অর্জুন সিংয়ের হাত ধরে বিজেপিতে যোগদান করতে চলেছেন বলে জানান। তিনি বলছেন, “বহু লোক অর্জুনদা, শুভেন্দুদার সঙ্গে যোগাযোগে রয়েছে। আর ক’টা দিন যেতে দিন তারপর দেখবেন। তৃণমূলের ভাঙন যে পর্যায়ে আসবে সেটা দেখতে পাবেন। এ তো সবে শুরু। চব্বিশের পরে মানুষ আসলে বুঝতে পারছেন তাঁরা কী ভুল করেছেন।”
