VIDEO: এ কেমন চোর! আলমারিতে ১০ লক্ষের শাড়ি, লাখ লাখ টাকার জামা!
VIDEO: সকালে দোকান খুলতে এসে বিষয়টি দেখতে পান দোকানের কর্মচারীরা। তাঁরা প্রথমে মালিককে খবর দেন। তারপর দোকানের মালিক শ্রীধাম দে বসিরহাট থানার পুলিশকে ফোন করে বিষয়টি জানায়।

বসিরহাট: কাঁধে বস্তা নিয়ে যাচ্ছে এক যুবক। সিসিটিভি ফুটেজে কেবল এই টুকুই ধরা পড়েছিল। আর এই ফুটেজকে হাতিয়ার করেই বড় চুরির পর্দাফাঁস করল পুলিশ। তাতে আবারও মিলল বিহার যোগ। একটি শাড়ির দোকানে লক্ষাধিক টাকার চুরির ঘটনার তদন্তে নেমে বিহারের এক যুবককে গ্রেফতার করল বসিরহাট থানার পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ১০ লক্ষ টাকার চুরি যাওয়া শাড়ি ও বস্ত্র। সেগুলি ঘরে আলমারিতে সযত্নে রাখা ছিল। আর ট্রাঙ্কের ওপর রাখা ছিল থরে থরে সাজানো জামা। ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত রবিবার বসিরহাট পুরাতন বাজারের একটি শাড়ির দোকানের কাঠের দরজা ও ৮-১০টি তালা ভেঙে চুরি করে একদল দুষ্কৃতী। শাড়ির দোকানের মালিকের দাবি, চুরি হয়েছে ভোর ২টো ৫৮মিনিট নাগাদ। অন্ততপক্ষে সিসিটিভি ফুটেজের সময় তাই বলছে। প্রায় ১০ লক্ষ টাকার শাড়ি-সহ অন্যান্য বস্ত্র নিয়ে চম্পট দেয় দুই দুষ্কৃতী।
সকালে দোকান খুলতে এসে বিষয়টি দেখতে পান দোকানের কর্মচারীরা। তাঁরা প্রথমে মালিককে খবর দেন। তারপর দোকানের মালিক শ্রীধাম দে বসিরহাট থানার পুলিশকে ফোন করে বিষয়টি জানায়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বসিরহাট থানার পুলিশ দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। তখন দেখা যায়, দুই যুবকই এই ‘অপারেশনে’র সঙ্গে যুক্ত। সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক যুবক কাঁধে করে শাড়ি বস্তায় বেঁধে নিয়ে যাচ্ছে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ওই যুবক আদতে বিহারের বাসিন্দা সুরাজ কুমার সাউ।
#Watch: কাঁধে বস্তা নিয়ে যাচ্ছে এক যুবক। সিসিটিভি ফুটেজে কেবল এই টুকুই ধরা পড়েছিল। আর এই ফুটেজকে হাতিয়ার করেই বড় চুরির পর্দাফাঁস করল পুলিশ।
সব খবর: https://t.co/Z9cGg0jLNU#WBPolice | #Bihar | #North24Pgs pic.twitter.com/StVBGL7olI
— TV9 Bangla (@Tv9_Bangla) December 7, 2023
আরেক যুবক বসিরহাটের মাটিয়া এলাকার বাসিন্দা সোনা সাহা। এই সমস্ত তথ্য জানতে পেরে বসিরহাট থানার আইসি সুরিন্দর সিংয়ের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে বসিরহাট পৌরসভার ১১নং ওয়ার্ডের ৭২নং বাস স্ট্যান্ড সংলগ্ন একটি বাড়ি থেকে সুরজ কুমার সাউকে গ্রেফতার করে। জানা গিয়েছে, সুরজ বিহার থেকে কাজের জন্য এসেছিল এবং ওই বাড়িতে ভাড়া থাকত। এই ঘটনায় জড়িত আরেকজন পলাতক। পুলিশ তার খোঁজে তল্লাশি শুরু করেছে।
