Mukul Roy: ভাইরাল হাফপ্যান্ট পরা ছবি, এরপরই মুকুলের বাড়িতে ছুটলেন মন্ত্রী-বিধায়ক

Mukul Roy: কিছুদিন আগে মুকুল রায়ের হাফ প্যান্ট পরিহিত একটি ছবি ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। তা নিয়ে ফের নতুন করে চর্চা শুরু হয়েছিল রাজনৈতিক মহলে। আর এসবের মধ্যেই সোমবার দুপুরে মুকুল রায়ের বাড়িতে দেখা মিলল রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক ও বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীর।

Mukul Roy: ভাইরাল হাফপ্যান্ট পরা ছবি, এরপরই মুকুলের বাড়িতে ছুটলেন মন্ত্রী-বিধায়ক
ব্যালকনিতে মুকুল রায়, গাড়িতে পার্থ ভৌমিকImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 30, 2023 | 4:37 PM

ব্যারাকপুর: বঙ্গ রাজনীতির চাণক্য হিসেবে পরিচিতি ছিল তাঁর। তবে এখন সক্রিয় রাজনীতির আঙিনায় খুব একটা দেখা যায় না কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ক মুকুল রায়কে। কিছুদিন আগে মুকুল রায়ের হাফ প্যান্ট পরিহিত একটি ছবি ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। তা নিয়ে ফের নতুন করে চর্চা শুরু হয় রাজনৈতিক মহলে। আর এসবের মধ্যেই সোমবার দুপুরে মুকুল রায়ের বাড়িতে দেখা মিলল রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক ও বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীর। সোমবার মুকুল রায়ের সঙ্গে দেখা করতে আসেন তাঁরা।

কয়েকদিন আগে নেট দুনিয়ায় ওই ভাইরাল হওয়া ছবি, আর তারপরই মুকুল রায়ের বাড়িতে রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক ও বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারীর যাওয়া স্বাভাবিকভাবেই যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। যদিও মন্ত্রী পার্থ ভৌমিকের দাবি, বিজয়ার শুভেচ্ছা ও নমস্কার জানাতেই তিনি মুকুল রায়ের বাড়িতে গিয়েছিলেন। মন্ত্রীর বক্তব্য, তিনি প্রতি বছরই আসেন, এবছরও এসেছেন। এর মধ্যে অযথা কোনও জলঘোলা চাইছেন না তিনি।

আজ মুকুল-পুত্র শুভ্রাংশু রায়কেও প্রশ্ন করা হয়েছিল এই বর্ষীয়ান রাজনীতিকের ছবি ভাইরাল হওয়ার বিষয়ে। জবাবে শুভ্রাংশু বলেন, “কে বা কারা এটা ভাইরাল করেছে, সেটা জানতে পারলে ভাল হত। কিন্তু সেটা তো এভাবে জানা যায় না।” তবে মুকুল রায় এখন আগের থেকে অনেকটা সুস্থ আছেন বলেই জানাচ্ছেন শুভ্রাংশু। পাশাপাশি আজ মন্ত্রী-বিধায়কদের বাড়িতে আসাও বিজয়ার পর সৌজন্য সাক্ষাৎ হিসেবেই ব্যাখ্যা করছেন মুকুল-পুত্র।

এদিকে আজ সকালে মুকুল রায়কে বাড়ির উপরের তলার ব্যালকনিতেও বেশ কিছুক্ষণ দেখা গিয়েছে। ব্যালকনি থেকেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। বিজয়ার শুভেচ্ছা বিনিময়ও করেন।