Barasat News: রোজই দলে দলে ছেলে ঢোকে বাড়িতে, ভিতর থেকে নানারকম আওয়াজ… প্রতিবাদ করায় জুটল মার

Barasat: অভিযোগ, শ্রীকৃষ্ণপুরে নিয়মিত একটি বাড়িতে জুয়ার আসর বসে। নিয়মিত বাইরে থেকে ছেলেরা আসেন।

Barasat News: রোজই দলে দলে ছেলে ঢোকে বাড়িতে, ভিতর থেকে নানারকম আওয়াজ... প্রতিবাদ করায় জুটল মার
অভিযোগকারী সুবীর শীল। নিজস্ব চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 11, 2022 | 7:16 AM

উত্তর ২৪ পরগনা: ভদ্র পাড়া বলেই পরিচিত। ডাক্তার, শিক্ষক সকলেরই বাড়ি রয়েছে। অথচ প্রতিদিন সেখানে জুয়ার আড্ডা বসে বলে স্থানীয়দের অভিযোগ। রবিবার তারই প্রতিবাদ করায় এক যুবককে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে। এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায় বারাসত থানা (Barasat) এলাকার শ্রীকৃষ্ণপুরে। অভিযোগ, পাড়ার একটি বাড়িতেই কয়েকজন প্রতিদিনই জুয়ার বোর্ড নিয়ে বসে পড়েন। পাড়ার পরিবেশ এতে নষ্ট হচ্ছে বলে বারবার প্রতিবাদও জানিয়েছেন স্থানীয়রা। এমনকী স্থানীয় জনপ্রতিধিকে জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ। এরইমধ্যে রবিবার এলাকার এক যুবক এর প্রতিবাদ করায় তাঁর উপর অভিযুক্তরা হামলা করে বলে অভিযোগ। ধারাল অস্ত্র চালায়। অভিযুক্ত এক যুবককে আটক করেছে পুলিশ। অভিযোগ, শ্রীকৃষ্ণপুরে নিয়মিত একটি বাড়িতে জুয়ার আসর বসে। নিয়মিত বাইরে থেকে ছেলেরা আসেন। জুয়ার আড্ডা ঘিরে যখন তখন হইহই শুরু হয়ে যায়। এতে পাড়ার লোকজনও খুবই বিরক্ত। তবে খুব বেশি কেউ কিছু বলার সাহস পান না। এরফলে এলাকায় অসামাজিক কাজকর্মের প্রবণতাও বাড়তে বলে স্থানীয়দের অভিযোগ।

এরইমধ্যে রবিবার স্থানীয় এক যুবক সুবীর শীল এই ঘটনার প্রতিবাদে সরব হন। জানা গিয়েছে, সুবীর আবার বিজেপিও করেন। তিনি গত পুর নির্বাচনে ১৯ নম্বর ওয়ার্ড থেকে পদ্মপ্রতীকে ভোটেও লড়েন। অভিযোগ, সুবীরের উপরই হামলা চালান অভিযুক্ত এক যুবক। ধারাল অস্ত্র দিয়ে হাতে, চোখের নীচে আঘাত করেন। বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। এলাকার এক ব্যক্তি জানান, গোটা বিষয়টি কাউন্সিলরের নজরে আনা হয়েছে। তারপরও ধারাবাহিকভাবে এই ঘটনা ঘটছে পাড়ার মধ্যে।

আক্রান্ত যুবক সুবীর শীল বলেন, “পাড়ার মধ্যে সুন্দর পরিবেশ। অথচ সেখানে জুয়ার আসর বসছে। যেখানে ওরা বসে পাশেই ডাক্তারের বাড়ি, শিক্ষকের বাড়ি। ভদ্র জায়গা। কীভাবে এগুলো দিনের পর দিন চলছে সেটাই জানতে চাই। এলাকার জনপ্রতিনিধিই বা কী করছেন তারও উত্তর দরকার।” স্থানীয় পুর প্রতিনিধি তথা বারাসতের উপপুরপ্রধান তাপস দাশগুপ্ত অবশ্য বলেন, অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: Modi-Biden Meeting : আগামিকাল ভার্চুয়াল বৈঠকে মুখোমুখি মোদী-বাইডেন, আলোচনা হবে ইউক্রেন সংকট নিয়ে