AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Howrah Kidnap: চোখের সামনেই কিডন্য়াপ সন্তান, মায়ের ভূমিকা নিয়ে সংশয় পুলিশের

Howrah Kidnap: শিশুটির মা সঙ্গীতা সিংয়ের বক্তব্য, তিনি তাঁর দুই সন্তান বছর দশের আয়ুষ ও বছর আটের অংশুমানকে নিয়ে ডোমজুরের বাড়ি থেকে দাসনগর এসেছিলেন। এরপর হেঁটে বালিটিকুরি এলাকায় আসেন।

Howrah Kidnap: চোখের সামনেই কিডন্য়াপ সন্তান, মায়ের ভূমিকা নিয়ে সংশয় পুলিশের
কিডন্যাপ শিশু
| Edited By: | Updated on: Jun 22, 2025 | 6:45 PM
Share

ডোমজুড়: হাওড়ায় মায়ের সামনে থেকে এক শিশুকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ। বালটিকুরি এলাকায় সাদা গাড়িতে করে কেউ বা কারা শিশুটিকে কিডন্যাপ করে নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। এই ঘটনার তদন্তে পুলিশ। তবে গোটা ঘটনায় মায়ের ভূমিকা নিয়েও সন্দেহ প্রকাশ পুলিশের। আধিকারিকদের দাবি, নিজের ছোট সন্তান কিডন্যাপ হলে যা যা করণীয় তা করা হয়নি। অপহরণের ঘটনা নাটক নাকি সত্যি সবটাই দেখছেন তাঁরা।

শিশুটির মা সঙ্গীতা সিংয়ের বক্তব্য, তিনি তাঁর দুই সন্তান বছর দশের আয়ুষ ও বছর আটের অংশুমানকে নিয়ে ডোমজুরের বাড়ি থেকে দাসনগর এসেছিলেন। এরপর হেঁটে বালিটিকুরি এলাকায় আসেন। তখনই তাঁর ছোট ছেলেকে সাদা গাড়িতে করে কেউ তুলে নিয়ে চলে যায়। ঘটনার তদন্তে দাসনগর থানা ও সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।

পুলিশকে সঙ্গীতা জানান, তিনি টোটোয় চেপে দুই সন্তানকে নিয়ে প্রথমে সলপে আসেন। এরপর দাসনগর যান। ফেরার পথে বালিটিকুরি এলাকায় গিয়েছিলেন। কিন্তু সেখান থেকে আরু পাড়া পর্যন্ত যে ফাঁকা রাস্তা রয়েছে, সেখানেই এই ঘটনি ঘটে। সাদা গাড়ি নিয়ে এসে আচমকা তার ছোট ছেলেকে তুলে নিয়ে যাওয়া হয়।

এই ঘটনায় তদন্তে নামে পুলিশ। জয়েন্ট সিপি সবরী রাজকুমার সহ উচ্চপদস্থ আধিকারিকরা আসেন দাসনগর থানায়। তবে ওই মহিলার কথায় অসঙ্গতি রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। কারণ, নিজের ছেলেকে অপহরণ করলে একজন মায়ের যা করণীয় তিনি তা করেননি। তাই এই ঘটনার পিছনে অন্য কোন দিক রয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে।