Asansol: তখনও অন্ধকার, প্ল্যাটফর্মে সবে কয়েকটা চায়ের দোকানে গুটি কয়েক যাত্রী, স্টেশন চত্বরেই ভয়ঙ্কর ঘটনা

Asansol: আসানসোল রেল ডিভিশন সূত্রে দাবি এই ঘটনায় কোন হতাহত নেই।এমনকি রেল পরিষেবাতেও কোন বিঘ্ন ঘটেনি। কি কারণে এই আগুন লেগেছে তা খতিয়ে দেখছে আসানসোল রেল ডিভিশন

Asansol: তখনও অন্ধকার, প্ল্যাটফর্মে সবে কয়েকটা চায়ের দোকানে গুটি কয়েক যাত্রী, স্টেশন চত্বরেই ভয়ঙ্কর ঘটনা
কুলটি স্টেশনের পাশেই আগুনImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 25, 2023 | 11:32 AM

আসানসোল : শীতের সকাল। তখনও অন্ধকার। ভোরের আলো ফোটার অপেক্ষা।  প্ল্যাটফর্মে কয়েকটা চায়ের দোকান সবেমাত্র খুলেছে। কুলিরা কাজের অপেক্ষায়। আচমকাই হই হই চিৎকার কয়েকজনের। ‘আগুন লেগেছে….’ মুহুর্তের মধ্যে খবর চাউর হয়ে যায়। তখনও শুধু লেলিহান শিখাটাই দেখতে পারছিলেন তাঁরা। কিন্তু আগুনটা ঠিক কোথায় লেগেছে. সেটা বুঝতেই কিছুটা সময় লাগে। বোঝা যায়, কুলটি স্টেশনের রেললাইনের ধারেই আগুন লেগেছে। আগুন ততক্ষণে ভয়াবহ আকার নিয়েছে। শনিবার সাতসকালে কুলটি স্টেশন চত্বরে ভয়াবহ আগুন।

জানা গিয়েছে, শনিবার সকাল সাড়ে ৬ টা নাগাদ স্টেশনের পাশেই আগুন লেগে যায়।   প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে খবর দেওয়া হয় দমকলে। দমকল কর্মীরা গিয়ে আগুন নেভান। কী থেকে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়।

এমনিতে স্টেশন চত্বরে অনেক রাবারের কেবল তার পড়ে থাকে।  ডেডিকেটেড ফ্রেড তৈরির কাজ চলছে। সেই কেবল তারগুলি পড়ে ছিল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সেখান থেকে এই আগুন লাগে। আগুন মুহূর্তের মধ্যে ভয়াবহ রূপ নেয়। দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়ে পড়তে থাকে দ্রুত। বিষয়টি ভয়াবহ আকার নেওয়ার আশঙ্কা ছিল। দমকলের দুটি ইঞ্জিন অতি তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রনে আনে। আসানসোল রেল ডিভিশন সূত্রে দাবি, এই ঘটনায় কোন হতাহত নেই। এমনকি রেল পরিষেবাতেও কোন বিঘ্ন ঘটেনি। কী কারণে এই আগুন লেগেছে, তা খতিয়ে দেখছে আসানসোল রেল ডিভিশন।