Asansol: জলের পাইপ লাইনের কাজের সময় ধসে পড়ল মাটি, চাপা পড়ে মৃত্যু ৩ শ্রমিকের

Chandra Shekhar Chatterjee | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 21, 2025 | 3:53 PM

Paschim Bardhaman: চার শ্রমিককে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়। মৃতদের নাম রাজ্জাক শেখ (২২), রোহিত শেখ উদ্দিন শেখ (২০) ,নিতেশ পাশওয়ান (২৫)। এদের মধ্যে দু'জনের বাড়ি ঝাড়খণ্ডের পাকুর জেলায়। অন্য একজনের বাড়ি স্থানীয় আসানসোলে।

Asansol: জলের পাইপ লাইনের কাজের সময় ধসে পড়ল মাটি, চাপা পড়ে মৃত্যু ৩ শ্রমিকের
মাটি চাপা পড়ে মৃত্যু
Image Credit source: Tv9 Bangla

Follow Us

আসানসোল: পিএইচই পাইপ লাইনের কাজের জন্য মাটির তলায় নেমেছিলেন চার শ্রমিক। আর তখনই ঘটে গেল দুর্ঘটনা। কাজ করতে গিয়ে মাটি চাপা পড়ে যান তাঁরা। মৃত্যু হয় তিনজনের। একজনকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় জেলা হাসপাতালে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সালানপুর থানার অন্তর্গত ডালমিয়া এলাকায়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সালানপুর থানার পুলিশ।

চার শ্রমিককে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়। মৃতদের নাম রাজ্জাক শেখ (২২), রোহিত শেখ উদ্দিন শেখ (২০) ,নিতেশ পাশওয়ান (২৫)। এদের মধ্যে দু’জনের বাড়ি ঝাড়খণ্ডের পাকুর জেলায়। অন্য একজনের বাড়ি স্থানীয় আসানসোলে। জানা গিয়েছে, সালানপুর থানার অন্তর্গত ডালমিয়া কোলিয়ারি এলাকায় পূর্ত দফতরের পিএইচই জলের পাইপ লাইন বসানোর কাজ চলছিল। সে কারণে মাটি খুঁড়ে গর্ত করা হয়েছিল। হঠাৎই সেখানে মাটি ধসে পড়ে। মাটির চাঙড়ের মধ্যে আটকে পড়েন কয়েকজন শ্রমিক। স্থানীয় বাসিন্দারা এসে উদ্ধার কাজ শুরু করেন তাঁদের।

স্থানীয় ফুচু বাউরি বলেন, “বাড়িতে শুনলাম ধস নেমেছে। এসে দেখি চারজন চাপা পড়েছে। তাদেরকে চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন তিনজনকে। একজনের অবস্থা আশঙ্কাজনক।”

Next Article