Asansol: সরকারি কমিউনিটি হলেই চলছিল সেই ‘খেলা’, পুলিশ এসে হাতেনাতে ধরল ১৯ জনকে

Asansol: পুলিশ সূত্রে জানা গিয়েছে , দীর্ঘদিন ধরে রানিগঞ্জ থানার চাপুই গ্রামের কমিউনিটি সেন্টারে জুয়ার ঠেক চলছে। সেখানেই অতর্কিত হানা দেয় গোয়েন্দা বিভাগ।

Asansol: সরকারি কমিউনিটি হলেই চলছিল সেই 'খেলা', পুলিশ এসে হাতেনাতে ধরল ১৯ জনকে
অভিযুক্তদের তোলা হল গাড়িতে (নিজস্ব ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Sep 11, 2022 | 10:42 AM

আসানসোল: জনস্বার্থে গড়ে তোলা হয়েছিল কমিউনিটি সেন্টার। কিন্তু সেখানেই চলছিল জুয়ার আড্ডা। খবর পেয়েই অভিযান চালাল আসানসোল দূর্গাপুর পুলিশের গোয়েন্দা বিভাগ। গ্রেফতার করা হয় ১৯ জনকে। উদ্ধার হয় ৯৯ হাজার টাকা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে , দীর্ঘদিন ধরে রানিগঞ্জ থানার চাপুই গ্রামের কমিউনিটি সেন্টারে জুয়ার ঠেক চলছে। সেখানেই অতর্কিত হানা দেয় গোয়েন্দা বিভাগ। হাতে নাতে ধরে পড়ে ১৯ জন জুয়াড়ি। উদ্ধার হয় তাস ও নগদ ৯৯ হাজার টাকা। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বাপ্পা চট্টোপাধ্যায় অভিযোগ করে বলেন, ‘গরীব মানুষের স্বার্থে তৈরি করা কমিউনিটি সেন্টারে চলছে জুয়ার আড্ডা। এটা মেনে নেওয়া যায় না।’ অন্যদিকে, রানিগঞ্জের তৃণমূল বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় জানান, ‘আইন আইনের পথে চলবে। এইসব কাজে যারা গ্রেফতার হবে দল তাদের দায়িত্ব নেবে না।’

রানিগঞ্জের বিডিও অভীক কুমার বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ‘আমি খবর নিয়ে দেখেছেন সরকারি কমিউনিটি হলে জুয়ার ঠেক চলছিল সেখান থেকে আসানসোল দুর্গাপুর পুলিশের গোয়েন্দা দফতর থেকে পুলিশকর্মীরা হানা দিয়ে ৯৯ হাজার টাকা তুলে নিয়ে গিয়েছে। এটা খুবই লজ্জার বিষয়। এই ব্লকের অন্তর্গত যত কমিউনিটি হল রয়েছে তার সমস্ত কাগজপত্র ও হলের চাবি বিডিও অফিসে জমা দেওয়ার নির্দেশ দিয়েছি। যার কমিউনিটি হল লাগবে সে পঞ্চায়েতে দরখাস্ত করবে। বিডিও অফিস থেকে তার দেখাশোনা করা হবে।’