TMC in Asansol: বৈঠকের মাঝেই মমতার ফোন, জেলা সভাপতি বললেন ‘জিতব দিদি, জিতব…’
Asansol: বৈঠক চলাকালীনই মলয় ঘটকের কাছে ফোন আসে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মোবাইলেই জেলার নেতাদের ও কাউন্টিং এজেন্টদের উদ্দেশে বার্তা দেন তৃণমূল সুপ্রিমো। সেই সময় জেলা সভাপতি নরেন্দ্রনাছ চক্রবর্তীও দলনেত্রীকে আশ্বস্ত করে বলেন, 'জিতব দিদি, জিতব।'

আসানসোল: রাত পোহালেই ভোটগণনা। ভাগ্য পরীক্ষা হবে প্রার্থীদের। তার আগে সোমবার আসানসোলের রবীন্দ্র ভবনে দলীয় বৈঠকে বসেছিল তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলা নেতৃত্ব। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, দলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, আসানসোলের ঘাসফুল প্রার্থী শত্রুঘ্ন সিনহা থেকে শুরু করে আরও অন্যান্য জেলার নেতারা। সেই বৈঠক চলাকালীনই মলয় ঘটকের কাছে ফোন আসে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মোবাইলেই জেলার নেতাদের ও কাউন্টিং এজেন্টদের উদ্দেশে বার্তা দেন তৃণমূল সুপ্রিমো। সেই সময় জেলা সভাপতি নরেন্দ্রনাছ চক্রবর্তীও দলনেত্রীকে আশ্বস্ত করে বলেন, ‘জিতব দিদি, জিতব।’
মলয় ঘটকের ফোন থেকেই লাউড স্পিকারে বৈঠকে উপস্থিত সকলের উদ্দেশের বার্তা দেন তৃণমূল সুপ্রিমো। মোবাইলের স্পিকারের সামনে মাইক ধরে সেই বার্তা শোনানো হয় বৈঠকে উপস্থিত সকলকে। সোমবারের ওই বৈঠক শেষে তৃণমূল জেলা সভাপতি জানান, ‘তৃণমূলের প্রতিটি কর্মী গত তিন মাস ধরে যেভাবে কঠোর পরিশ্রম করছেন, তা দেওয়াল লিখন হোক বা পোস্টার লাগানো হোক বা মিটিং-মিছিলে অংশ নেওয়া হোক, তাতে আমার পূর্ণ আস্থা রয়েছে যে তৃণমূলের জয় হবে। আসানসোল জিতব, জিতব, জিতব।’
তিনি আরও বলেন, ‘গত উপনির্বাচনে তৃণমূল এখানে ঐতিহাসিক জয় পেয়েছে। এবারও আমরা আসানসোলের ভোটারদের জনগণের আশীর্বাদ পাব বলে আশা করি।’ উল্লেখ্য, এদিনের বৈঠকে আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়, জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার চেয়ারম্যান রানিগঞ্জের বিধায়ক তাপস বন্দোপাধ্যায়, জেলার সমস্ত ব্লক সভাপতি এবং কাউন্টিং এজেন্টরা উপস্থিত ছিলেন।





