Man beaten: মদের দোকান খোলা নিয়ে বচসা, বেধড়ক মারে মাথা ফাটল প্রৌঢ়ের
Burdwan: কর্ণ সাহা ও তাঁর স্ত্রী বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন। সেখানেই তাঁদের উপর হামলা হয়।
পূর্ব বর্ধমান: দোলের সন্ধ্যায় মদের দোকান খোলাকে কেন্দ্র করে ঝামেলা শুরু হয়। শনিবার সকালেও গড়ায় সেই অশান্তির রেশ। দু’পক্ষের মধ্যে তুমুল বচসা পৌঁছয় হাতাহাতিতে। এই ঘটনায় দু’পক্ষেরই বেশ কয়েকজন আহত হন বলে অভিযোগ ওঠে। পূর্ব বর্ধমানের ভাতার থানা এলাকার ঘটনা। ভাতারের মাহাতায় একটি মদের দোকান খোলাকে কেন্দ্র করে শুক্রবার ঝামেলার সূত্রপাত। অভিযোগ, দোকানের মালিক বৃন্দাবন ঘোষ ও মাহাতা গ্রামপঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান কর্ণ সাহার মধ্যে এই বচসা শুরু হয়। পরে তা মারপিটে পৌঁছয়। এদিন বেশ কয়েকজন জখমও হন। স্থানীয় সূত্রের খবর, এলাকার লোকজনের মধ্যস্থতাতেই তা কোনওক্রমে মেটে। কিন্তু শনিবার সকালে ফের নতুন করে অশান্তি ছড়ায়। কর্ণ সাহা ও তাঁর স্ত্রী বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন। সেখানেই তাঁদের উপর হামলা হয়। এই ঘটনায় বৃন্দাবন ঘোষের মদতের অভিযোগ ওঠে। পরে ভাতার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শনিবার মাহাতা এলাকার বাসিন্দা কর্ণ সাহা ও তাঁর স্ত্রী চন্দ্রা সাহা ডাক্তারের কাছে যাবেন বলে বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়েছিলেন। অভিযোগ, সেই সময় মদের দোকানের মালিক বৃন্দাবন ঘোষ ও তাঁর পরিবারের লোকজন আচমকা লাঠি, বাঁশ নিয়ে ওই দম্পতির উপর চড়াও হন। লাঠির বারিতে কর্ণ সাহার মাথা ফেটে যায় বলে অভিযোগ। রক্তে ভেসে যায় কর্ণ সাহার কপাল, মুখ, জামা।
কর্ণ সাহার স্ত্রী জানান, লাঠির আঘাতে তিনিও জখম হন। স্থানীয়রা ও পরিবারের লোকজন তাঁদের উদ্ধার করে ভাতার স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। যদিও কর্ণ সাহার আঘাত গুরুতর হওয়ায় তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এ বিষয়ে কর্ণ সাহার স্ত্রী চন্দ্রা সাহা বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে ভাতার থানায় অভিযোগ করা হয়েছে। যদিও এ বিষয়ে বৃন্দাবন ঘোষের তরফে কোনও বক্তব্য পাওয়া যায়নি। তবে দু’পক্ষই পুলিশে অভিযোগ জানিয়েছে।
আরও পড়ুন: Sonarpur Case: দোল খেলতে বাড়িতে ডেকেছিলেন প্রেমিক, নেশার রং লাগতেই জঘন্য ঘটনা ঘটালেন তরুণীর সঙ্গে…