AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Student Protest: চাই অনলাইন পরীক্ষা, নির্মীয়মাণ বহুতলের ছাদে উঠে গলায় দড়ি দেওয়ার চেষ্টা পড়ুয়ার

Online Exam Demand: বুধবারের আন্দোলনের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছিলেন অনলাইনে পরীক্ষা নেওয়ার। কিন্তু বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের তরফে দেওয়া নোটিসে জানানো হয়- অনলাইনে নয়, পরীক্ষা হবে অফলাইনে। এর পরই শুক্রবার সকাল থেকে পড়ুয়াদের একাংশ বিক্ষোভ দেখান কাজী নজরুল বিশ্ববিদ্যালয় চত্বরে।

Student Protest: চাই অনলাইন পরীক্ষা, নির্মীয়মাণ বহুতলের ছাদে উঠে গলায় দড়ি দেওয়ার চেষ্টা পড়ুয়ার
গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ার চেষ্টা পড়ুয়ার
| Edited By: | Updated on: May 20, 2022 | 4:54 PM
Share

আসানসোল: অনলাইন পরীক্ষার দাবিতে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অব্যাহত পড়ুয়াদের বিক্ষোভ। শুক্রবার কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ফের অবস্থান বিক্ষোভে বসেছেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে শয়ে শয়ে পড়ুয়া বিক্ষোভ প্রদর্শন করছেন। তাঁদের দাবি, করোনাকালে প্রায় দু’বছর অনলাইন ক্লাস করানো হয়েছে। এর জন্য তাঁদের সিলেবাস সম্পূর্ণ হয়নি। অথচ কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছেন পরীক্ষা হবে অফলাইনে। এই নির্দেশ প্রত্যাহার ও অনলাইন পরীক্ষার দাবিতে শুক্রবার সকাল থেকে বিক্ষোভ দেখাচ্ছেন ছাত্র, ছাত্রীরা। এক পড়ুয়া বিশ্ববিদ্যালয়ের নির্মীয়মাণ বহুতল উপের গিয়ে গলায় দড়ি দেওয়ার চেষ্টাও করেন। এই নিয়ে গত ৩০ দিনে চার বার আন্দোলন হল কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে। বুধবারের আন্দোলনের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছিলেন অনলাইনে পরীক্ষা নেওয়ার। কিন্তু বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের তরফে দেওয়া নোটিসে জানানো হয়- অনলাইনে নয়, পরীক্ষা হবে অফলাইনে। এর পরই শুক্রবার সকাল থেকে পড়ুয়াদের একাংশ বিক্ষোভ দেখাচ্ছেন কাজী নজরুল বিশ্ববিদ্যালয় চত্বরে।

আন্দোলনকারীদের দাবি, পরীক্ষার সিদ্ধান্ত বদল করতে হবে। অনলাইনে পরীক্ষা নিতে হবে। দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।  পড়ুয়ারা প্রশ্ন, “কল্যাণী, বিদ্যাসাগর ও বর্ধমান বিশ্ববিদ্যালয়ে অনলাইন পরীক্ষা হলে কেন কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে হবে না।“ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেমন অনড় রয়েছে অফলাইন পরীক্ষার সিদ্ধান্তে তেমনই পড়ুয়ারাও অনড় রয়েছে তাঁদের দাবিতে।

শুক্রবার সকালে শুরু হওয়া পড়ুয়াদের আন্দোলন বেলা গড়াতেই নিয়ন্ত্রণ হারায়। আন্দোলন চলাকালীন বিশ্ববিদ্যালয়ের নির্মীয়মাণ বহুতলের উপরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করল এক আন্দোলনকারী। আত্মহত্যার চেষ্টা করা ওই ছাত্রের নাম অজয় পন্ডিত। তাঁর বাড়ি দুর্গাপুরে। অজয় আইনের ষষ্ঠ সেমেস্টারের ছাত্র। বহুতলের উপর থেকে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত অন্য আন্দোলনকারীরা ছুটে গিয়ে তাঁকে বিরত করে। অনলাইন পরীক্ষার দাবিতে বিশ্ববিদ্যালয়ের রাস্তাও অবরোধ করেন পড়ুয়ারা। অবরোধ চলাকালীন আটকে যায় জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিংয়ের গাড়ি। যদিও বিধায়ক পড়ুয়াদের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন। এর পরই বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট বন্ধ থাকায় বেড়া টপকে আন্দোলনকারীরা ঢুকে পড়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। গেট ভাঙার চেষ্টাও করা হয়েছে। পড়ুয়াদের আন্দোলন এখনও চলছে। তাঁদের একটাই দাবি, অফলাইনের পরিবর্তে অনলাইন পরীক্ষা করতে হবে। এই প্রতিবেদন লেখা অবধি উপাচার্য সাধন চক্রবর্তী বিশ্ববিদ্যালয়ে আসেননি। পড়ুয়াদের আন্দোলন নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফেও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না
হাতে আর ১ মাস..., গঙ্গাসাগরের জন্য বৈঠক ডাকলেন মমতা
হাতে আর ১ মাস..., গঙ্গাসাগরের জন্য বৈঠক ডাকলেন মমতা
টিকিটটা হাতে নিয়েই দর্শক গড়গড় বলে গেলেন...
টিকিটটা হাতে নিয়েই দর্শক গড়গড় বলে গেলেন...
৬৩ বছরের বয়সী বাবার দুই ছেলের বয়স ৫৯ আর ৫৮! জানাজানি হতেই মাথায় হাত
৬৩ বছরের বয়সী বাবার দুই ছেলের বয়স ৫৯ আর ৫৮! জানাজানি হতেই মাথায় হাত
এই বাংলায় ৯৫ হাজার জন রয়েছে, যারা ১৫ বছরের কম বয়সেই বাবা হয়েছে
এই বাংলায় ৯৫ হাজার জন রয়েছে, যারা ১৫ বছরের কম বয়সেই বাবা হয়েছে
বুধবার থেকে আবার বাড়ি বাড়ি আসবেন BLO-রা, কী করবেন এবার?
বুধবার থেকে আবার বাড়ি বাড়ি আসবেন BLO-রা, কী করবেন এবার?
কমিশন হিয়ারিংয়ে ডাকলে কী কী নথি দেখাবেন?
কমিশন হিয়ারিংয়ে ডাকলে কী কী নথি দেখাবেন?