Asansol: দণ্ডি কাণ্ডের প্রতিবাদে আসানসোলে বিক্ষোভ আদিবাসীদের

Chandra Shekhar Chatterjee | Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 17, 2023 | 6:42 PM

Asansol: দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের আদিবাসী তিন মহিলাকে দণ্ডির প্রতিবাদে তাদের এই বিক্ষোভ বলে জানান। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে, ওই ঘটনায় যে অভিযুক্তরা যুক্ত তাদের গ্রেফতার করতে হবে।

Asansol: দণ্ডি কাণ্ডের প্রতিবাদে আসানসোলে বিক্ষোভ আদিবাসীদের
পশ্চিম বর্ধমানে বিক্ষোভ (নিজস্ব চিত্র)

Follow Us

আসানসোল: আদিবাসী সেঙ্গেল অভিযানের ডাকে বাংলা বন্ধের সমর্থনে আসানসোলে পথ অবরোধ করে চলে বিক্ষোভ। সোমবার আসানসোলের বিএনআর মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় আদিবাসী সেঙ্গেল অভিযানের সদস্যরা। ঘটনাস্থলে আসানসোল দক্ষিণ থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছয়। অবরোধ তুলে দেয় পুলিশ।

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের আদিবাসী তিন মহিলাকে দণ্ডির প্রতিবাদে তাদের এই বিক্ষোভ বলে জানান। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে, ওই ঘটনায় যে অভিযুক্তরা যুক্ত তাদের গ্রেফতার করতে হবে। চা বাগানের আদিবাসীদের সাহায্য করতে হবে। অনাদিবাসীদের আদিবাসী স্বীকৃতি দেওয়া চলবে না। এছাড়াও রাজ্য জুড়ে আদিবাসীদের শিক্ষার প্রসার ঘটাতে হবে। যদিও শিল্পাঞ্চলে আদিবাসীদের এইবনধ সফল হয়নি।

প্রসঙ্গত, দণ্ডি কাণ্ডের প্রতিবাদে সোমবার ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক দিয়েছে আদিবাসী সিঙ্গেল অভিযান। দক্ষিণ দিনাজপুরে আদিবাসী মহিলাদের দণ্ডি কাটিয়ে তৃণমূলে ফেরানো নিয়ে উত্তপ্ত হয়েছিল রাজ্য রাজনীতি। আদিবাসী হেনস্থায় কাঠগড়ায় শাসকদল। চাপের মুখে শাসকদলের দলের দুই নেতাকে গ্রেফতারও করেছে পুলিশ। তার প্রতিবাদেই সোমবারের বনধ। বালুরঘাট জেলা প্রশাসনিক ভবনের সামনে পিকেটিং বনধ সমর্থনকারীদের। জোর করে যাতায়াত করতে চাওয়ায় এক মোটরবাইক আরোহীকে  থাপ্পরও মারার অভিযোগ ওঠে বনধ সমর্থনকারীদের বিরুদ্ধে। ঘটনাস্থলে মোতায়েন করা হয় বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা সহ বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে পৌঁছয় কমব্যাট ফোর্স।

 

Next Article