Raniganj: লাগাতার বৃষ্টিতে ডুবল সেতু, নুনী নদীর জলস্তর বাড়ায় মহা ফ্যাসাদে গ্রামবাসীরা
Raniganj: গত কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে নুনী নদীর জল উপচে পড়েছে। জলস্তর উঠে এসেছে সেতুর উপরে। সেতুর উপর দিয়ে বইছে নুনী নদীর জল। সেতুর দু'ধারে নেই কোনও রেলিং। ফলে জলের স্রোতের মধ্যে দিয়ে চলাচল করতে গিয়ে মহা সমস্যায় পড়তে হচ্ছে এলাকাবাসীদের।
রানিগঞ্জ: রানিগঞ্জ বিধানসভার রতিবাটি ও তিরাট গ্রাম পঞ্চায়েতের মাঝে রয়েছে কুয়ারডি গ্রাম। এই গ্রামেই দামোদরের সঙ্গে মিলিত হয়েছে নুনী নদী। নদীর উপর সাধারণ মানুষজনের চলাচলের জন্য একটি ছোট সেতু রয়েছে। নাগাড়ে বৃষ্টির জেরে সেই সেতুর ভয়ঙ্কর অবস্থা। গত কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে নুনী নদীর জল উপচে পড়েছে। জলস্তর উঠে এসেছে সেতুর উপরে। সেতুর উপর দিয়ে বইছে নুনী নদীর জল। সেতুর দু’ধারে নেই কোনও রেলিং। ফলে জলের স্রোতের মধ্যে দিয়ে চলাচল করতে গিয়ে মহা সমস্যায় পড়তে হচ্ছে এলাকাবাসীদের।
শুধু নদীর জলস্রোতের সমস্যাই নয়, সঙ্গে এসে জমা হচ্ছে নোংরা, আবর্জনাও। গত কয়েকদিনের বৃষ্টিতে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। এমন অবস্থায় দুর্ঘটনা এড়াতে তাই গ্রামবাসীরাই হাত লাগান নোংরা-আবর্জনা পরিষ্কারের কাজে। নদীর জলের সঙ্গে ভেসে আসছে গাদা গাদা থার্মোকল ও প্লাস্টিক। এছাড়া আরও অন্যান্য আবর্জনাও এসে জমা হচ্ছে সেতুতে। এলাকাবাসীদের বক্তব্য, দুই পঞ্চায়েতেই একাধিকবার এই নদীর আবর্জনা ও সেতুর সমস্যার কথা জানানো হয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ।
রতিবাটি স্কুলের প্রধান শিক্ষক কার্তিক মাজিও দুশ্চিন্তার অন্ত নেই পড়ুয়াদের নিয়ে। এমন অবস্থায় পড়ুয়াদের স্কুল ছুটির পরেও একা একা ছাড়তে ভরসা পাচ্ছেন না তিনি। স্কুল ছুটির পরও পড়ুয়াদের আটকে রেখেছেন স্কুলে। অভিভাবকরা এলে, তারপর তাঁদের সঙ্গে ছাড়ছেন ছোট ছোট পড়ুয়াদের।
সেতুর উপর দিয়ে জলস্তর বইতে থাকায় ভীষণ সমস্যায় পড়েছেন এলাকাবাসীরা। সঞ্জীব বাউরি নামে এক স্থানীয় বাসিন্দা বলছেন, এই সেতুর বিকল্প যে রাস্তা রয়েছে, সেটির জন্য ৬ কিলোমিটার বাড়তি ঘুরতে হয়। এই ধরনের সমস্যার মুখোমুখি এলাকার অন্যান্য বাসিন্দারাও। অনেকেই রুজি-রুটির টানে নদীর অন্য পাড়ে গিয়েছিলেন, কিন্তু জলস্রোতের কারণে ফেরার পথে সমস্যায় পড়েছেন।