AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Agnimitra Paul: অবৈধ বালির ডাম্পারের দাপাদাপি, রাস্তায় বসে প্রতিবাদ অগ্নিমিত্রার

Paschim Burdwan: বুধবার হিরাপুর থানার আওতায় বার্নপুর রোড চিত্রা মোড়েই বেপরোয়া বালিবোঝাই লরির ধাক্কায় দু'জন মারা যান।

Agnimitra Paul: অবৈধ বালির ডাম্পারের দাপাদাপি, রাস্তায় বসে প্রতিবাদ অগ্নিমিত্রার
আসানসোলে অগ্নিমিত্রা পল।
| Edited By: | Updated on: Nov 04, 2022 | 8:49 PM
Share

পশ্চিম বর্ধমান (আসানসোল): বেপরোয়া বালি বোঝাই ডাম্পারের দৌরাত্ম্যের প্রতিবাদে বিক্ষোভে বিজেপি। রাস্তায় বসে বিক্ষোভ দেখালেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল (Agnimitra Paul)। শুক্রবার বার্নপুরের চিত্রা মোড়ে অবস্থান বিক্ষোভে বসেন তাঁরা। পুলিশ এই বিক্ষোভ হঠাতে এলে পুলিশের সঙ্গে কথা কাটাকাটিতেও জড়ান বিজেপি নেতা কর্মীরা।

অগ্নিমিত্রার অভিযোগ, পুলিশ কোনও শান্তিপূর্ণ আন্দোলন দেখলেই তা প্রতিহত করার চেষ্টা করে। রাস্তার পাশে এদিন বিজেপির আন্দোলন একেবারেই শান্তিপূর্ণ ছিল। নিয়মিত এখানে ড্রেজিংয়ের নাম করে বালি তোলা হয়। বেআইনিভাবে এই বালি বিক্রিও করা হয়। অতিরিক্ত বালি নিয়ে যাওয়ার কারণে দুর্ঘটনা রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

বুধবার হিরাপুর থানার আওতায় বার্নপুর রোড চিত্রা মোড়েই বেপরোয়া বালিবোঝাই লরির ধাক্কায় দু’জন মারা যান। বিজেপি বিধায়কের অভিযোগ, আসানসোল দক্ষিণের দামোদর থেকে অবৈধভাবে বালি তোলা হচ্ছে। এই বালি সারারাত ধরে পাচার করা হয়। আর এই পাচারের জেরেই দুর্ঘটনা নিত্য নৈমিত্তিক ঘটনা বলেও অভিযোগ বিজেপির। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেই এদিন অবস্থান বিক্ষোভে বসেন অগ্নিমিত্রা পল।

বালি বোঝাই ডাম্পার ও লরি চলাচল বন্ধ না হওয়া পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন বলেও হুঁশিয়ারি দেন অগ্নিমিত্রা। অগ্নিমিত্রা পলের বক্তব্য, “আমরা রাস্তার ধারে আন্দোলন করছিলাম। হঠাৎ পুলিশ এসে ঝামেলা করতে শুরু করল। ইচ্ছা করে এই ঝামেলা পাকানোর চেষ্টা করা হয়। তাই আমরাও পাল্টা রাস্তায় বসে পড়ি। এই রাস্তা দিয়ে আমরা কিছুতেই রাত ১০টার পর বালির ট্রাক যেতে দেব না। পুলিশ আমাদের প্রতিশ্রুতি দিয়েছে এই রাস্তা দিয়ে বালির ট্রাক যাবে না। এরপর যদি প্রতিশ্রুতি ভাঙে আমরাও কিন্তু দেখে নেব কীভাবে কী করা যায়। আমরা কিন্তু বালির ট্রাক থেকে টাকা খাই না। টাকা খায় তৃণমূল। এই আন্দোলন আমরা এখানকার মানুষের স্বার্থে করেই যাব।” এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়।