Lakshmir Bhandar: TV9 বাংলা দেখাতেই ‘বেঁচে উঠলেন’ দাসপুরের পূর্ণিমা
Lakshmir Bhandar: প্রসঙ্গত, গত ৯ ডিসেম্বর দাসপুরের ২ ব্লকের খেপুত দক্ষীণবাড় গ্রামের বাসিন্দা পূর্ণিমা বারিক অভিযোগ করেছিলেন তিনি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন না। পোর্টালে তাঁকে মৃত দেখানো হয়েছে। সেই কারণs তাঁর অ্যাকাউন্টে আট মাসের টাকা ঢুকছে না।
দাসপুর: জীবিত হওয়ার পরও লক্ষ্মীর ভাণ্ডার পোর্টালে মৃত দেখানোর অভিযোগ উঠেছিল। ফলত, দীর্ঘদিন ধরে তিনি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছিলেন না। সেই খবর সম্প্রচারিত করেছিল টিভি ৯ বাংলা। আর খবর প্রকাশ হতেই তৎপর হল ব্লক প্রশাসন। লক্ষ্মীর ভাণ্ডার পোর্টালে মৃত মহিলা ফের জীবিত হলেন। অ্যাকাউন্টে ঢুকল আট মাসের আট হাজার টাকা।
প্রসঙ্গত, গত ৯ ডিসেম্বর দাসপুরের ২ ব্লকের খেপুত দক্ষিণবাড় গ্রামের বাসিন্দা পূর্ণিমা বারিক অভিযোগ করেছিলেন তিনি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন না। পোর্টালে তাঁকে মৃত দেখানো হয়েছে। সেই কারণs তাঁর অ্যাকাউন্টে আট মাসের টাকা ঢুকছে না। নিজেকে জীবিত প্রমাণ করতে প্রশাসনের দুয়ারে-দুয়ারে ঘুরেছেন পূর্ণিমা। অভিযোগ, কাজের কাজ কিছুই হয়নি। এই খবর সম্প্রচার করেছিল টিভি ৯ বাংলা। সংবাদ মাধ্যমে খবর দেখে দ্রুত ব্যবস্থা নেন এলাকার বিডিও বীর কুমার শিট। বিষয়টি খতিয়ে দেখেন তিনি। ‘মৃত’ পূর্ণিমা আবার হয়ে ওঠেন ‘জীবিত’।
মঙ্গলবার ব্যাঙ্কের পাস বই আপডেট করেন ওই মহিলা। তিনি পূর্ণিমা দেখেন, অ্যাকাউন্টে আট মাসের ৮ হাজার টাকা ঢুকেছে। মহিলা বলেছেন, সংবাদ মাধ্যমের জন্যই দ্রুত তাঁর সমস্যার সমাধান হয়েছে। মহিলা বলেন,” বিডিয়ো স্যার ফোন করেছিলেন। তিনি বললেন অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে। খুব ভাল লাগছে। টাকা পেয়ে মেয়েদের টিউশন ফিস এবার মিটিয়ে দিতে পারব।” প্রবীর কুমার সিট বলেন, “মে মাস থেকে বকেয়া যে আট মাসের টাকা ছিল তা পেয়ে গিয়েছেন। আমি নিজেই ওনাকে নিজে ফোন করে জানিয়েছি।”