AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kharagpur IIT: সারারাত ধরে চলত নাচ, খেলা, খড়্গপুর IIT-তে ফের র‌্যাগিংয়ের অভিযোগ

Kharagpur IIT: আইআইটি কর্তৃপক্ষের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। সব দিক খতিয়ে দেখা হচ্ছে। তবে অভিযোগকারী বা অভিযুক্ত কারও নামই উল্লেখ করেনি আইআইটি কর্তৃপক্ষ। কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তার জন্য আবাসনের হলগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Kharagpur IIT: সারারাত ধরে চলত নাচ, খেলা, খড়্গপুর IIT-তে ফের র‌্যাগিংয়ের অভিযোগ
আইআইটি খড়গপুর (ফাইল ছবি)Image Credit: IIT- Website
| Edited By: | Updated on: Nov 17, 2023 | 6:12 AM
Share

খড়্গপুর: ফের প্রশ্ন উঠল দেশের প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি-তে ছাত্রদের নিরাপত্তা নিয়ে। গত বছরেই এক মৃত্যুর ঘটনায় রীতিমতো অস্বস্তিতে পড়েছিল খড়্গপুর আইআইটি। আর এবার উঠল র‌্যাগিংয়ের অভিযোগ। প্রতিষ্ঠানের তরফ থেকেই ছানায় অভিযোগ দায়ের করা হয়েছে ইতিমধ্যেই। তবে অভিযোগ কার বিরুদ্ধে, সেই নাম নেই। আবার অভিযোগকারী পড়ুয়ার নামও নেই।

ভারতীয় দণ্ডবিধির ৩৪১, ৩২৩, ৫০৬, ৩৪ এবং পশ্চিমবঙ্গের র‌্যাগিং আইনে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। জানা গিয়েছে, ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন বা ইউজিসি-র তরফ থেকে আইআইটি কর্তৃপক্ষকে একটি ই-মেইল করা হয়েছিল। অ্যান্টি র‌্যাগিং-এর পোর্টালে আইআইটি-র কোনও পড়ুয়া র‌্যাগিংয়ের বিষয়ে অভিযোগ জানিয়েছিল। সেই অভিযোগের কথা জানাতেই আইআইটি কর্তৃপক্ষকে ওই চিঠি দিয়েছিল ইউজিসি। সেই চিঠি পাওয়ার পরেই আইআইটি কর্তৃপক্ষ খড়্গপুর টাউন থানায় একটি মামলা রুজু করে। অভিযোগ, তৃতীয় ও চতুর্থ বর্ষের পড়ুয়ারা দ্বিতীয় বর্ষের থার্ড সেমিস্টারের এক পড়ুয়াকে র‌্যাগি করে। সারা রাত ধরে তাঁকে নাচ এবং খেলা করতে বাধ্য করা হয়েছিল বলে অভিযোগ।

এক উচ্চপদস্থ পুলিশকর্তা জানিয়েছেন, আইআইটি কর্তৃপক্ষের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। সব দিক খতিয়ে দেখা হচ্ছে। এদিকে, বৃহস্পতিবার আইআইটি কর্তৃপক্ষ একটি প্রেস রিলিজ দিয়ে জানিয়েছে, ৮ নভেম্বর ইউজিসি-তে অ্যান্টি র‌্যাগিংয়ের পোর্টালেক মাধ্যমে একটি অভিযোগ দায়ের করা হয়েছিল। ইউজিসি থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে ২৪ ঘণ্টার মধ্যে খড়গপুর টাউন থানায় এফআইআর দায়ের করা হয়। কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তার জন্য আবাসনের হলগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিষ্ঠানের ডিন, অ্যাসোসিয়েট ডিন অন্যান্যরা আবাসনের হলগুলি পরিদর্শন করেছে৷

এছাড়াও, র‌্যাগিংয়ের অভিযোগ থাকলে কী করতে হবে, তার একটি বিশেষ নথি ১৬ হাজার পড়ুয়ার কাছে পাঠানো হয়েছে, যাতে তাঁরা সচেতন থাকেন।