
ঘাটাল: এখনও কেন বাস্তবায়িত হল না ঘাটাল মাস্টার প্ল্যান? বন্যা পরিস্থিতির অবনতি হতেই রাজনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছে এই প্রশ্ন। এবার বিজেপি বিধায়ক শীতল কপাটের অনুগামীদের নিশানায় ঘাটালের সাংসদ দেব। তীব্র খোঁচা দিয়ে ফেসবুকের ওই পোস্টে লেখা রয়েছে, “তাহলে কী এবার পাগলু ঘাটালে শুটিং করতে আসবেন! অভিনয় করতে করতে ঘাটালের মানুষের জীবন ও আবেগকে নিয়ে মিথ্যা অভিনয় আর কত করবেন? ঘাটালের মানুষকে আর কত বার মিথ্যা প্রতিশ্রুতি দেবেন? আপনি নিজে ঢাক বাজিয়ে নিজেকে মাস্টারপ্ল্যান চ্যাম্পিয়ান বলেছেন আর ঘাটালের মানুষ আপনাকে ঢপবাজ বলছে।” MLA শীতল কপাট ফলোয়ার্স ফেসবুক পেজ থেকে করা এই পোস্টই এখন চর্চায় জেলার রাজনৈতিক আঙিনায়।
কটাক্ষ করেছেন শীতল কপাট নিজেও। দেবকে একহাত নিয়ে তিনি বলেন, “এবার দেখবেন পাগলু ঘাটালে শ্যুটিং করতে আসবেন। আর কতবার মিথ্যা প্রতিশ্রুতি দেবেন? আপনি নিজের ঢাক নিজেই বাজিয়েছিলেন। এখন মানুষ ওনাকে ঢপবাজ বলছেন। আপনি শুধু মিথ্যা কথা বলতে জানেন, অভিনয় করতে জানেন। সিনেমা আর বাস্তবকে এক মনে করেছেন। ঘাটালের মানুষ আজ জবাব চাইছে।”
যদিও ঘটনাটিকে নিয়ে কোন গুরুত্ব দিতে নারাজ শাসক দল তৃণমূল। ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি পাল্টা তোপ দেগেছেন শীতল কপাটের বিরুদ্ধে। তিনি বলেন, “আমরা তো শুনেছি বেশ কিছুদিন আগে থেকে কলকাতায় দেবের ওখানে যেতেন। তৃণমূলে যদি ওকে নেওয়া হয় সেই ইচ্ছাতেই যেতেন। কিন্তু এখন বুঝে গিয়েছেন তৃণমূলের দরজা ওর জন্য বন্ধ। তার জন্য কুৎসা শুরু করেছেন।”