Train Dead body Recover: ট্রেনের ভিতরে বয়স্ক লোকটাকে এভাবে দেখতে হবে? হইহই কাণ্ড
Medinipur: কর্ণাটকের ইয়াদগীর জেলার বাসিন্দা হলেন মালাপ্পা। তার কাছ থেকে পাওয়া আধার কার্ড দেখে ওই ব্যক্তির নাম পরিচয় জানা গিয়েছে। শুক্রবার সকাল সাড়ে সাতটার নাগাদ মেদিনীপুর স্টেশনে ট্রেন ঢোকার পর ট্রেনের যাত্রীরাই আরপিএফকে খবর দেয়। ওই ব্যক্তি জানান, কামরার মধ্যে এক ব্যক্তি সিটের মধ্যে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন।

মেদিনীপুর: মেদিনীপুর স্টেশনে তখন ঢুকছে ট্রেন। সেই সময় যাত্রীরা সব গোছগাছ করছিলেন। কেউ আবার গেটের সামনে দাঁড়িয়ে রয়েছেন নামার জন্য। এই ব্যস্ততার মধ্যেই হঠাৎ করে তুমুল চিৎকার-হই-হট্টোগোল শুরু। ট্রেনের বাকি যাত্রীরা যা দেখলেন তাতে চোখ চড়কগাছ। ট্রেনের ভিতর থেকে উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ। হাওড়াগামী রানী শিরোমণি এক্সপ্রেস ট্রেনের মধ্য থেকে উদ্ধার হল দেহ। মৃত ব্যক্তির নাম মাল্লাপ্পা।
কর্ণাটকের ইয়াদগীর জেলার বাসিন্দা হলেন মালাপ্পা। তার কাছ থেকে পাওয়া আধার কার্ড দেখে ওই ব্যক্তির নাম পরিচয় জানা গিয়েছে। শুক্রবার সকাল সাড়ে সাতটার নাগাদ মেদিনীপুর স্টেশনে ট্রেন ঢোকার পর ট্রেনের যাত্রীরাই আরপিএফকে খবর দেয়। ওই ব্যক্তি জানান, কামরার মধ্যে এক ব্যক্তি সিটের মধ্যে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন। পরে আরপিএফ ও জিআরপি কর্মীরা এসে ওই ব্যক্তিকে নামায়। এরপরে মেডিকেল টিম এসে পর্যবেক্ষণ করে জানিয়ে দেয় ওই ব্যাক্তির মৃত্যু হয়েছে। এরপর মৃতদেহ ময়নতদন্তের জন্য পাঠায় খড়গপুর মহকুমা হাসপাতালে। তবে কী কারণে মৃত্যু তা অবশ্য পরিষ্কার নয়।ময়নাতদন্তের পরেই তা পরিষ্কার হবে। তবে ঠান্ডায় মৃত্যু হয়ে থাকতে পারে বলে অনেকের অনুমান।
