Awas Yojana: সাবাস রবীন্দ্রনাথ সাবাস, দোতলা বাড়িতেও আবাস!
Awas Yojana: ঘটনাকে কেন্দ্র করে এলাকার রাজনৈতিক মহলে শুরু হয়েছে শোরগোল। এই বিষয়ে সরবেড়িয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সোমা দোলুই যদিও কিছু বলতে চাইলেন না। খানিক এড়িয়ে গিয়ে তিনি বললেন, “অফিসারেরা সার্ভে করেছেন ওনাদের সার্ভে অনুযায়ী হয়েছে।”
কলকাতা: পেল্লায় দোতলা পাকার বাড়ি থাকার পরেও বাংলা আবাস যোজনার তালিকায় নাম। প্রথম কিস্তির টাকা পেতেই শুরু হয়েছে বাড়ি। যা নিয়ে সরব প্রতিবেশীরা। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ১ নম্বর ব্লকের সরবেড়িয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ধর্মসাগর গ্রামে। জানা যায় ওই গ্রামের বাসিন্দা রবীন্দ্রনাথ দাসের নাম রয়েছে বাংলা আবাস যোজনার তালিকায়। প্রথম কিস্তির ৬০ হাজার টাকাও ঢুকে গিয়েছে অ্যাকাউন্টে। টাকা ঢুকতেই শুরু করেছেন নতুন বাড়ি তৈরির কাজ। আর এই নিয়েই সরব হয়েছে এলাকার মানুষজন।
বাড়ি প্রসঙ্গে রবীন্দ্রকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “ওই দোতলা পাকা বাড়ি আমার ছেলে মানিক দাসের। তাঁর সঙ্গে আমার সম্পর্ক নেই। ছেলে নিজে বাড়ি করেছে। আমরা মাটির বাড়িতে থাকতাম। এখন মাটির বাড়িটি ভেঙে বাংলা আবাস যোজনার টাকায় নতুন বাড়ি করছি।” যদিও রবীন্দ্র দাসের ভাই শম্ভু দাসের দাবি, রবীন্দ্রর সঙ্গে তাঁর ছেলের কোনও সমস্যাই নাকি নেই। তাঁর কথায়, “রবীন্দ্র পাকা বাড়িতে থাকে। আমার তো মাটির বাড়ি। কিন্তু আমিও নতুন বাড়ির টাকা পাইনি।”
ঘটনাকে কেন্দ্র করে এলাকার রাজনৈতিক মহলে শুরু হয়েছে শোরগোল। এই বিষয়ে সরবেড়িয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সোমা দোলুই যদিও কিছু বলতে চাইলেন না। খানিক এড়িয়ে গিয়ে তিনি বললেন, “অফিসারেরা সার্ভে করেছেন ওনাদের সার্ভে অনুযায়ী হয়েছে, আমি কিছু জানি না।”