ঘাটাল: লক্ষ্য একটাই, মাস্টার প্ল্যান। বাস্তবায়িত করার কথা দিয়েছেন মমতা-অভিষেক। সেই প্রতিশ্রুতি শুনেই ফের ভোটে লড়ছেন তিনি। কিন্তু, ঘাটাল মাস্টারপ্ল্যান বাস্তবায়িত হবেই। তার জন্য যদি তাঁকে ফের আরও এক জন্ম নিতে হয় তাঁর জন্যও তিনি বদ্ধ পরিকর। এদিন ফের প্রচারে দেখা যায় দেবকে। ঘাটাল লোকসভা কেন্দ্রের সবং বিধানসভার শ্যামসুন্দরপুর স্কুল মাঠে জনসভায় যোগ দেন দীপক অধিকারী ওরফে দেব। সেখান থেকেই তাঁর মুখে শোনা গেল পুর্নজন্মের কথা। যা নিয়েই ফের নতুন করে চর্চা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। চর্চা নাগরিক মহলেরও অন্দরেও।
ঘাটালের বাসিন্দা বরুণ ঘোষ বলছেন, কে রাজনীতি করছে কী করছে ওসব আমরা জানি না। আমরা ঘাটালের বাসিন্দা। আমরা চাই, ঘাটাল মাস্টার প্ল্যান হোক। ওটা হলে আমরা জল যন্ত্রণা থেকে মুক্তি পাব। দাসপুরের বাসিন্দা সন্তু বেরা বলছেন, “আমরা চাই ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে সমস্ত রাজনৈতিক দল রাজনীতি না করে, উভয় মিলে ঘাটাল মাস্টার প্যান্ট রূপায়ন করুক দ্রুত।”
খোঁচা দিতে ছাড়েনি বিরোধী শিবির। ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন, “আমরা আগেই বলেছি তৃণমূল মিথ্যা কথা বলছে। ঘাটাল মাস্টার প্ল্যান আমরাই করব। রাজ্যে বিজেপি সরকার আসলেই হবে ঘাটাল মাস্টার প্ল্যান।” তোপ দাগছে বামেরাও। ঘাটালের সিপিআইএম নেতা অশোক-সাঁতরা বলেন, “রাজ্যের তৃণমূল সরকার আর কেন্দ্রের বিজেপি সরকার ভোটের জন্য সাধারণ মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে সর্বপ্রথম বামেরা লড়াই শুরু করেছিল।” প্রসঙ্গত, এবারে ঘাটালে তৃণমূল, বিজেপি দুই শিবিরেই রয়েছে তারকা প্রার্থী। ২০১৪ ও ২০১৯ সাল দই লোকসভাতেই ঘাটল থেকে জয় পেয়েছিলেন দেব। এবার দেবের বিরুদ্ধে বিজেপি থেকে লড়ছেন বিজেপি বিধায়ক হিরণ্ময় চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই দুই শিবিরই প্রচারে ঝড় তুলে ফেলেছে। ঘাটাল ছেয়ে গিয়েছে দুই তারকা প্রার্থীর ফেস্টুন, প্লাকার্ডে। ঘাটাল মাস্টার প্ল্য়ানকে সামনে রেখে কোমর বেঁধে দেওয়াল লিখনে নেমে পড়েছে দলের কর্মীরা। এখন দেখার শেষ হাসি কে হাসে।