Hiran Chatterjee: ‘কেউ বিজেপির স্লোগান দেবে না…’, ফেসবুক লাইভে বলেই ফেললেন হিরণ

Hiran Chatterjee: বুধবার সন্ধেয় একটি মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন বিজেপির তারকা প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। হঠাৎ দাসপুরের পলাশপাই কামারহাট এলাকায় তাঁর গাড়ি আটকায় স্থানীয় কিছু মানুষ জন। তাঁদের সমস্যা, অভাব-অভিযোগের কথা শোনার জন্য অনুরোধ করেন। তাঁকে ঘিরে জয় শ্রীরাম স্লোগান তুলতে থাকেন।

Hiran Chatterjee: 'কেউ বিজেপির স্লোগান দেবে না...', ফেসবুক লাইভে বলেই ফেললেন হিরণ
হিরণ চট্টোপাধ্যায়Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Mar 27, 2024 | 10:29 PM

ঘাটাল: ফেসবুক লাইভ চলছে বিজেপির তারকা প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের প্রোফাইল থেকে। সেখানে হাত নেড়ে নেড়ে হিরণ উপস্থিত সবাইকে বলছেন, ‘কেউ বিজেপির স্লোগান দেবেন না…’। অবাক হচ্ছেন? ভাবছেন কেন হঠাৎ এমন বলছেন ঘাটালের বিজেপি প্রার্থী? আসলে বুধবার সন্ধেয় একটি মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন বিজেপির তারকা প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। হঠাৎ দাসপুরের পলাশপাই কামারহাট এলাকায় তাঁর গাড়ি আটকায় স্থানীয় কিছু মানুষ জন। তাঁদের সমস্যা, অভাব-অভিযোগের কথা শোনার জন্য অনুরোধ করেন। তাঁকে ঘিরে জয় শ্রীরাম স্লোগান তুলতে থাকেন। হিরণও তাঁদের অনুরোধ রাখতে, এলাকাবাসীদের সমস্যার কথা শোনেন। কিন্তু এই এলাকায় হিরণের কোনও কর্মসূচি ছিল না আজ। সেই কারণেই সকলের অভাব-অভিযোগের কথা শুনলেও হাত নেড়ে সকলকে অনুরোধ করেন যাতে কেউ বিজেপির স্লোগান না তোলেন।

উল্লেখ্য, গতকালই সন্ধেয় ডেবরার বিডিও অফিসে হিরণের কিছু মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সেই নিয়ে ইতিমধ্যেই পদক্ষেপও করেছে নির্বাচন কমিশন। ঠিক কী হয়েছিল, তা জানতে রিপোর্ট তলব করেছে কমিশন। এমন অবস্থায়, তৃণমূলের হাতে আর কোনও অস্ত্র তুলে দিতে চান না ঘাটালের বিজেপি প্রার্থী। এবার তাই একেবারে ফেসবুক লাইভে এসে, গোটা পরিস্থিতির কথা আগেভাগে কমিশনের নজরে এনে রাখলেন হিরণ। লাইভে হিরণকে বলতে শোনা যাচ্ছে, ‘নির্বাচন কমিশনকে আমি আগে থেকে বলে রাখছি, আমার এখানে আসার কোনও কর্মসূচি ছিল না। আমি মন্দিরে যাচ্ছিলাম পুজো দিতে। এলাকার মানুষ আমার গাড়ি আটকান এবং বলেন, এখানকার সাংসদ কীভাবে বঞ্চনা করেছেন, সেটা আমাকে দেখতেই হবে। এখানে আমাদের কোনও কর্মীর হাতে ঝান্ডা নেই। আমি কর্মীদের বলেছি, কেউ বিজেপির স্লোগান দেবেন না।’

হিরণের লাইভে গ্রামের মহিলারাও বিজেপি প্রার্থীর বক্তব্যকে সমর্থন করেন। তাঁরাও স্বীকার করেন, যে হিরণকে তাঁরাই আটকেছেন। ফেসবুক লাইভে হিরণ বলেন, ‘মানুষ যদি আমার গাড়ি আটকায়, তাহলে আমি কী করব। তৃণমূল আজ আমার বিরুদ্ধে নালিশ করবে। কিন্তু নির্বাচন কমিশনকে আমি আগেই উত্তর দিলাম, এখানে আমার কোনও কর্মসূচি ছিল না। মানুষ বঞ্চিত, তাই তাঁরা আমাকে ডেকে নিয়ে তাঁদের বঞ্চনার কথা শুনিয়েছেন।’