AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Students Protest: মিড ডে মিল থেকে কন্যাশ্রী, লাটে উঠেছে সব, পড়ুয়াদের পাশেই বিক্ষোভে বসলেন শিক্ষকরাও

Students Protest: সব মিলিয়ে সমস্যায় জর্জরিত কেশপুর ব্লকের খাসবাড় হাইস্কুল, আর তাই বাধ্য হয়ে ছাত্রছাত্রীরা ক্লাসে না গিয়ে স্কুল গেটে তালা লাগিয়ে গেটের বাইরেই আন্দোলন করে এদিন।

Students Protest: মিড ডে মিল থেকে কন্যাশ্রী, লাটে উঠেছে সব, পড়ুয়াদের পাশেই বিক্ষোভে বসলেন শিক্ষকরাও
| Edited By: | Updated on: Jun 23, 2025 | 8:17 PM
Share

কেশপুর: দীর্ঘ কয়েকমাস ধরে স্কুলে যাচ্ছেন না স্কুলের প্রধান শিক্ষক। ফলে স্কুলের অফিশিয়াল কাজকর্ম লাটে উঠেছে। বন্ধ হয়েছে মিড ডে মিল সহ অন্যান্য যাবতীয় কাজ। আর তারই প্রতিবাদে সোমবার দিনভর অবস্থান আন্দোলন করেন স্কুলের শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রী ও অভিভাবক-অভিভাবিকারা।

পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের খাসবার উচ্চ বিদ্যালয়ের ঘটনা। ওই স্কুলের প্রধান শিক্ষক দেবীপ্রসাদ মিদ্দা গত প্রায় তিন মাস ধরে স্কুলে আসছেন না। এর আগেও মাঝে মাঝেই এরকম দীর্ঘদিন ধরে স্কুলে অনুপস্থিত থেকেছেন বলে অভিযোগ। স্কুলের শিক্ষক থেকে সভাপতি প্রত্যেকেরই এই একই অভিযোগ। প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে স্কুলে না যাওয়ায় নানা সমস্যা তৈরি হয়েছে, বন্ধ হয়েছে স্কুলের মিড ডে মিল, কন্যাশ্রীর টাকাও পাচ্ছেন না ছাত্রীরা। বিভিন্ন ধরনের স্কুলের অফিশিয়াল কাজকর্মও লাটে উঠেছে।

সব মিলিয়ে সমস্যায় জর্জরিত কেশপুর ব্লকের খাসবাড় হাইস্কুল, আর তাই বাধ্য হয়ে ছাত্রছাত্রীরা ক্লাসে না গিয়ে স্কুল গেটে তালা লাগিয়ে গেটের বাইরেই আন্দোলন করে এদিন। ছাত্র-ছাত্রীদের বিক্ষোভে সামিল হন স্কুলের শিক্ষক-শিক্ষিকা থেকে অভিভাবকরাও। এমনকী বাদ যায়নি স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতিও। প্রত্যেকের একটাই দাবি, এই প্রধান শিক্ষককে এই স্কুল থেকে সরিয়ে দেওয়া হোক, পাশাপাশি তার আইনানুগ শাস্তি হোক ।

দুপুর পর্যন্ত অবস্থান চলার পরে প্রশাসনিক হস্তক্ষেপে অবস্থান প্রত্যাহার করেন ছাত্র-ছাত্রী থেকে অভিভাবক অভিভাবকেরা। প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, খুব শীঘ্রই স্কুলে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে। পাশাপাশি প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বস্ত করা হয়েছে।