Mamata Banerjee On Sacked Teacher: ‘আমি কলকাতায় থাকলে এক সেকেন্ডে মিটিয়ে নিতাম’, চাকরিহারাদের আন্দোলন প্রসঙ্গে বললেন মমতা
Mamata Banerjee On Sacked Teacher: গোয়ালতোড়ে মুখ্যমন্ত্রী বলেন, "আমি কাল সন্ধ্যা থেকে কমপক্ষে ১০ বার ফোনে কথা বলেছি। আমি কলকাতায় থাকলে হয়তো এক সেকেন্ডে বিষয়টা মিটিয়ে দিতাম। আমি রাত বারোটা পর্যন্তও কথা বলে দেখেছি, কেউ কেউ জেদি হয়ে রয়েছেন। যে যোগ্য অযোগ্য তালিকা বার করতে হবে। "

গোয়ালতোড়: প্রতিশ্রুতি দিয়েছিলেন শিক্ষামন্ত্রী। কিন্তু নির্দিষ্ট দিনে যোগ্য অযোগ্যদের তালিকা বার করতে পারল না এসএসসি কমিশন। আইনজীবীদের সঙ্গে পরামর্শ নিয়ে স্পষ্ট করে দিল, তালিকা বার করা যাবে না। আর তাতেই রাজপথে চাকরিহারাদের ক্ষোভের অগ্নুৎপাত। রাজপথে রাতভর দফতরের বাইরে অবস্থানে বসে রয়েছেন চাকরিহারা। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী গোয়ালতোড়ে, সরকারি প্রকল্প সোলার পার্কের উদ্বোধন অনুষ্ঠানে। সেখানে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী বললেন, “আমি কলকাতায় থাকলে এক সেকেন্ডেই বিষয়টা মিটিয়ে দিতাম।”
কী বললেন মুখ্যমন্ত্রী?
গোয়ালতোড়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমি কাল সন্ধ্যা থেকে কমপক্ষে ১০ বার ফোনে কথা বলেছি। আমি কলকাতায় থাকলে হয়তো এক সেকেন্ডে বিষয়টা মিটিয়ে দিতাম। আমি রাত বারোটা পর্যন্তও কথা বলে দেখেছি, কেউ কেউ জেদি হয়ে রয়েছেন। যে যোগ্য অযোগ্য তালিকা বার করতে হবে। ”
আন্দোলনকারীদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর পরামর্শ, “শিক্ষক শিক্ষিকারা যাঁরা বসে রয়েছেন, তাঁরা কেন কষ্ট করে বসে রয়েছেন এই গরমের মধ্যে? আপনারা স্কুলে যান।” চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা বেতন পাবেন, সেটা আরও একবার সুনিশ্চিত করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “সুপ্রিম কোর্ট আপনাদের চাকরি বাতিল করেছিল, টাকা বন্ধ করে দিয়েছিল, আমরা তো রিভিউ পিটিশন করেছিলাম, তাতে তো আমরা বলেছিলাম, আপনারা মাইনে পাবেন। সিস্টেম অনুযায়ী বেতন চলে যাবে। কারোর প্ররোচনা দেওয়ার দরকার নেই।”
শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি এই আন্দোলনে সামিল হয়েছেন শিক্ষাকর্মীরাও। তাঁদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, “গ্রুপ সি-ডি যেটা বাতিল হয়েছে, আমাদের আইনজীবীদের সঙ্গে পরামর্শ করতে দিন। দরকার হলে আবার রিভিউয়ে যাব। যারা চাকরি খেয়েছে, তাদের ওপর ভরসা করবেন না। যারা চাকরি দিয়েছে, যারা আগামী দিনে চাকরি দিতে পারে, তাদের ভরসা করুন।” মুখ্যমন্ত্রী নিজেই বলেন, “আমি তো চাইব না, আমার রাজ্যে বেকার বাড়ুক। আবার দেখছি হাইকোর্টে একটা কে”স করে বসে আছে, ৩৫ হাজার প্রাথমিক শিক্ষককে ছাঁটাই করতে হবে!”
