Madhyamik 2024: বাইক থেকে ছিটকে পড়ে মাধ্যমিক পরীক্ষার্থী, হার না মানার জেদ নিয়ে আজও বসল পরীক্ষায়
Jhargram: স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। তবে পরিস্থিতির অবনতি হওয়ায় রবিবার তাকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করতে হয়। আপাতত স্থিতিশীল সে। তবে পরীক্ষা না দিয়ে একটা বছর নষ্ট করতে রাজি নয় সেই ছাত্র।
মেদিনীপুর: জীবনের প্রথম বড় পরীক্ষা। সেই পরীক্ষার দ্বিতীয় দিনই তাল কাটে। পথদুর্ঘটনার কবলে পড়ে এক পরীক্ষার্থী। হাসপাতালে ভর্তি করতে হয় তাকে। আজ মাধ্যমিকের তৃতীয় পরীক্ষা মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বেডে বসেই দিচ্ছে সে। জামবনি বাণী বিদ্যাপীঠের ছাত্র সমুর সিট পড়েছিল চিল্কিগড়ের একটা স্কুলে। শনিবার মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে বাইক দুর্ঘটনার কবলে পড়ে সমু মাহাত নামে এক মাধ্যমিক পরীক্ষার্থী। ঝাড়গ্রামের জামবনির কাছে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। তবে পরিস্থিতির অবনতি হওয়ায় রবিবার তাকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করতে হয়। আপাতত স্থিতিশীল সে। তবে পরীক্ষা না দিয়ে একটা বছর নষ্ট করতে রাজি নয় সেই ছাত্র।
তাই সোমবার মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালেই সমু মাহাতোর পরীক্ষার ব্যবস্থা করে জেলা শিক্ষা দফতর। সোমবার সকাল ৯টা নাগাদ মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছন সেকেন্ডারি এডুকেশন বোর্ডের আধিকারিকরা। হাসপাতালে বসেই তার পরীক্ষার যাবতীয় বন্দোবস্ত করা হয়।
পশ্চিম মেদিনীপুরের কনভেনার শুভেন্দু গুইন বলেন, “গত শনিবার দ্বিতীয় ভাষার পরীক্ষা ছিল। সেই পরীক্ষা দিয়ে ফেরার পথে দুর্ঘটনা ঘটে। রাস্তায় পড়ে যায় সে। এরপর ঝাড়গ্রাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তবে সেখান থেকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে দেওয়া হয়। সেখানে দু’দিন ধরে চিকিৎসা চলছে। ওর যা অবস্থা তাতে এখনই পরীক্ষা হলে গিয়ে ওর পক্ষে পরীক্ষা দেওয়া সম্ভব নয়। তাই মেদিনীপুর মেডিক্যালেই বসে পরীক্ষা দিচ্ছে।”