AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pingla Disabled women Harassment: প্রতিবন্ধী যুবতীকে তুলে নিয়ে গিয়ে ‘ধর্ষণ’, সালিশি সভাতেই সমাধানের নিদান তৃণমূল নেতাদের

Purba medinipur: উত্তর দিনাজপুরের রায়গঞ্জের এক বছর আটের এক শিশুকে ধর্ষণ করে খুনের চেষ্টার অভিযোগ ওঠে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে।

Pingla Disabled women Harassment: প্রতিবন্ধী যুবতীকে তুলে নিয়ে গিয়ে 'ধর্ষণ', সালিশি সভাতেই সমাধানের নিদান তৃণমূল নেতাদের
প্রতীকী চিত্র।
| Edited By: | Updated on: Apr 12, 2022 | 6:49 PM
Share

পশ্চিম মেদিনীপুর: হাঁসখালির রেশ এখনও কাটেনি। টাটকা সেই স্মৃতি। এক নাবালিকাকে গণধর্ষণ অতঃপর তাঁর মৃত্যুর ঘটনায় ফুঁটছে বাংলা। নাম জড়িয়েছে প্রভাবশালী তৃণমূল নেতার ছেলের। এর মধ্যে খবরে আসে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ। সেখানে বছর আটের এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের চেষ্টার অভিযোগ ওঠে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে যখন বিরোধীরা লাগাতার রাজ্যের নারী সুরক্ষা নিয়ে সরব হয়েছে ঠিক তখনই ফের ধর্ষণের খবর সামনে এল পশ্চিম মেদিনীপুর থেকে। প্রতিবন্ধী এক যুবতীকে ধর্ষণের অভিযোগ। সালিশি সভায় সমাধানের নিদান তৃণমূল নেতাদের। পুলিশের সাহায্য না পেয়ে অবশেষে নির্যাতিতা কোর্টে আসতেই তড়িঘড়ি পৌঁছায় পুলিশ।

পশ্চিম মেদিনীপুরের পিংলা। সেখানেই এক প্রতিবন্ধী যুবতীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল স্থানীয় পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। নির্যাতিতার পরিবারের আরও অভিযোগ, রাতে নাকি বিষয়টি নিয়ে সালিশি সভা ডেকে গ্রামের মধ্যে গোটা বিষয়টি মিটিয়ে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হতে থাকে। পরিবারের আরও অভিযোগ, ঘটনাস্থলে পুলিশ থাকলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

মঙ্গলবার দুপুরে নির্যাতিতাকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে শারীরিক পরীক্ষা করানোর পর নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে ইমেল মারফত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি তৃণমূল পঞ্চায়েতের তরফে। গোটা বিষয়ে নির্যাতিতার মা জানান, “তৃণমূল পঞ্চায়েতের এক সদস্য ওকে প্রতিবন্ধী দেখে লাগাতার নোংরা কাজ করে। আমার আত্মীয়রা ছিল বলেই ওকে বাঁচাতে পেরেছে। নয়ত মেরেই ফেলত মেয়েটাকে।”

যদিও তৃণমূল বিধায়ক অজিত মাইতি জানিয়েছেন, গোটা ঘটনা তদন্ত করে দেখা হবে। কোনও রঙ না দেখেই ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে পুলিশকে। তবে বিজেপি এই গোটা ঘটনায় ফায়দা নেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ আনেন তৃণমূল বিধায়ক অজিত মাইতি। অন্যদিকে, গোটা ঘটনার তীব্র নিন্দা করেছে বিজেপির জেলা সভাপতি তন্ময় দাস।

পুলিশ নিরপেক্ষ তদন্ত না করলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে। গোটা ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পিংলায়।

আরও পড়ুন: Asansol By-Election: ‘দাদা’ উডবার্নে, ‘ভাইয়েরা’ গুড় বাতাসা, নকুলদানা নিয়ে ভোট ময়দানে

আরও পড়ুন: Malda Fraud Case: মন্ত্রীদের লেটার হেড তৈরি করে এই কাজ করলেন বাবা-ছেলে