Vande Bharat Express: দুর্গাপুর, খড়্গপুরে থামল বন্দে ভারত, নতুন ট্রেনের সামনে ছবি তোলার হিড়িক

Vande Bharat Express: পাটনা থেকে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেস রবিবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিট নাগাদ দুর্গাপুর স্টেশনে পৌঁছনোর কথা থাকলেও, ট্রেনটি পৌঁছয় প্রায় ৭টা ৪৫ মিনিট নাগাদ।

Vande Bharat Express: দুর্গাপুর, খড়্গপুরে থামল বন্দে ভারত, নতুন ট্রেনের সামনে ছবি তোলার হিড়িক
বন্দে ভারত দেখতে ভিড় মানুষেরImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 24, 2023 | 10:38 PM

দুর্গাপুর: আরও দুই বন্দে ভারত পেল বাংলা। রবিবার সারা দেশে ৯টি বন্দে ভারতের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার মধ্যে হাওড়া থেকে পাটনা ও রাঁচি পর্যন্ত দুটি লাইনে ট্রেন চালু হয়েছে রবিবার। এদিন সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট নাগাদ দুর্গাপুর স্টেশনে দাঁড়ায় ট্রেনটি। অন্যদিকে, রাত ৮টা ৫ মিনিট খড়্গপুর স্টেশনে পৌঁছয় রাঁচি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। দুটি স্টেশনেই এদিন সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। ভারতের এই সেমি বুলেট ট্রেন নিয়ে প্রথম থেকেই মানুষের উত্তেজনা ছিল চোখে পড়ার মতো। আগেই চালু হয়েছে নিউজলপাইগুড়ি যাওয়ার বন্দে ভারত। আর এবার আরও দুই রুটে বন্দে ভারত চালু হওয়ায় খুশি সাধারণ মানুষ।

পাটনা থেকে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেস রবিবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিট নাগাদ দুর্গাপুর স্টেশনে পৌঁছনোর কথা থাকলেও, ট্রেনটি পৌঁছয় প্রায় ৭টা ৪৫ মিনিট নাগাদ। দুর্গাপুর স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেস দেখতে ভিড় করেছিলেন শহরের বহু বাসিন্দা। জানা গিয়েছে, দুর্গাপুরবাসীর দাবি মেনেই সাংসদ সুরিন্দর আলুওয়ালির অনুরোধে অবশেষে রবিবার দুর্গাপুর স্টেশনের ৪ নম্বর প্লাটফর্মে পৌঁছয় পাটনা – হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। এদিন প্লাটফর্মে উপস্থিত ছিলেন সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘরুই সহ রেলের আধিকারিক ও স্কুল পড়ুয়ারা।

অন্যদিকে খড়্গপুর স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেসকে স্বাগত জানাতে হাজির ছিলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। পূজার আগে নতুন করে বাংলা আরও দুটি বন্দে ভারত ট্রেন পাওয়ায় পর্যটকদের মধ্যে নতুন করে উৎসাহ দেখা দেবে বলেও আশাবাদী রেলের আধিকারিকরা। বন্দে ভারত খড়গপুর স্টেশনে ঢোকার সময় ফুল ছড়িয়ে স্বাগত জানানো হয়।