Bangladesh: এলাকাবাসীর সন্দেহ হয়েছিল, তবে এটা ভাবেননি শাহজাহান এখানে লুকিয়ে থাকবে…
Bangladesh: সূত্রের খবর, বিগত কয়েকদিন ধরে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ পুলিশ জেলার হেমতাবাদ থানার ইন্দো বাংলাদেশ সীমান্তবর্তী চৈনগর গ্রাম পঞ্চায়েতের ভরতপুর গ্রামে গা ঢাকা দিয়ে ছিল ওই যুবক। শনিবার সন্ধেয় তাঁর গতিবিধি সন্দেহজনক হয় এলাকাবাসীর।

উত্তর দিনাজপুর: সীমান্তে কড়া পাহাড়ায় বিএসএফ। তারপরও কাঁটাতার পেরিয়ে গোপনে ভারতে প্রবেশের চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। তেমনই ঘটনা ঘটল উত্তর দিনাজপুরে। দীর্ঘদিন ধরে শাহজাহান লুকিয়ে ছিল এলাকায়। তাঁর হাবভাব-চালচলন সন্দেহজনক ঠেকেছিল। পরে পুলিশকে জানাতেই প্রকাশ্যে এল তথ্য। জানা গেল, বিগত দু’দিন ধরে ভারতে ঢুকে গা ঢাকা দিয়ে ছিল ওই যুবক। পরে জিজ্ঞাসাবাদের পর পুলিশে গ্রেফতার করে তাকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম মহম্মদ শাহজাহান আলি। বয়স ৩৫ বছর। তাঁর বাড়ি বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার কাঠালডাঙ্গি হঠাৎপাড়া এলাকায়। বেআইনিভাবে অনুপ্রবেশের জেরে পুলিশ গ্রেফতার করেছে তাঁকে।
সূত্রের খবর, বিগত কয়েকদিন ধরে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ পুলিশ জেলার হেমতাবাদ থানার ইন্দো বাংলাদেশ সীমান্তবর্তী চৈনগর গ্রাম পঞ্চায়েতের ভরতপুর গ্রামে গা ঢাকা দিয়ে ছিল ওই যুবক। শনিবার সন্ধেয় তাঁর গতিবিধি সন্দেহজনক হয় এলাকাবাসীর। তাঁকে আটক করে তাঁরা। এরপর স্থানীয় বাসিন্দারাই হেমতাবাদ থানায় খবর দেয়। পুলিশ এলে তাঁকে গ্রামবাসী পুলিশের হাতে তুলে দেন।
রবিবার ধৃতকে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে পেশ করা হয়। তাঁকে দু’দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। এ দিন, পুলিশি হেফাজতে নিয়ে যাওয়ার সময় নির্বিকার সদা হাস্যমুখে গোপনে কাঁটাতার পেরিয়ে এপাড়ে আসার কথা স্বীকার করে নেয় ওই যুবক। পাশাপাশি কাজের উদ্দ্যেশ্যেই তাঁর এপাড়ে আসা বলে দাবি করেন তিনি।





