
কালনা: জয় শ্রী রাম না বলায় তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। পাল্টা বিজেপির এজেন্ট হওয়ায় বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। দোষারোপ পাল্টা দোষারোপে ভোট পরবর্তী হিংসায় তপ্ত কালনার বাঘনাপাড়ার ফড়িংগাছি এলাকা। সংঘর্ষে জখম উভয় পক্ষের বেশ কয়েকজন। যাঁদের মধ্যে ৯ জনকে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য।
বুধবার সন্ধ্যায় আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে কালনা হাসপাতালে আসেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অসীম সরকার। সূত্রের খবর, মূল ঘটনার সূত্রপাত বুধবার বিকালে বাঘনাপাড়ার ফড়িংগাছি এলাকায়। সেখানে একটি পুজোর পরের দিন গ্রামে একটি মেলা চলছিল। সেই সময় তৃণমূলের বেশ কয়েকজন সেই এলাকা দিয়ে যাচ্ছিল। তৃণমূলের অভিযোগ তাঁদের থামিয়ে জোর করে জয় শ্রীরাম স্লোগান দিতে বলে বিজেপি কর্মীরা। তারা তা বলতে অস্বীকার করলে তাঁদেরকে মারধর করে বলে অভিযোগ।
যদিও বিজেপির অভিযোগ, ভোটের দিন কেন তারা বিভিন্ন জায়গায় এজেন্ট দিয়েছে, সেই বিষয়ে তুলেই তাদের উপর আক্রমণ করেছে তৃণমূল কর্মীরা। সোজা কথায় ঘটনার পর উভয় পক্ষই একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। পাশাপাশি কাকুরিয়া এলাকায়ও এক বিজেপি কর্মীকে তাঁরই বাড়িতে গিয়ে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এ প্রসঙ্গে অসীম সরকার এদিন বলেন, “তৃণমূল হেরে যাবে বুঝতে পেরেই আমাদের কর্মীদের উপর আক্রমণ করেছে।” যদিও অন্যদিকে পাল্টা সুর চড়িয়েছে ঘাসফুল শিবিরও।