Memari: ভিতরে বসে ৩ অন্তঃসত্ত্বা, রেললাইনে আটকে টোটোর চাকা

Memari: ট্রেন আসার খবর পেয়েও টোটো আটকে পড়ার কারণে রেলগেট পুরোপুরি নামাতে পারছিলেন না গেটম্যান। যে কোনও মুহূর্তে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা ছিল।

Memari: ভিতরে বসে ৩ অন্তঃসত্ত্বা, রেললাইনে আটকে টোটোর চাকা
মেমারির রেলগেট
Follow Us:
| Edited By: | Updated on: Nov 07, 2022 | 11:57 PM

মেমারি: ট্রেন আসছিল। সিগনালও হয়ে গিয়েছিল। লেভেল ক্রসিংয়ের গেটও পড়েছিল। আর সেই সময়েই একটি টোটো তিন অন্তঃসত্ত্বা মহিলাকে নিয়ে লেভেল ক্রসিং পার করতে যাচ্ছিল। হঠাৎই রেল লাইনের উপর ফেঁসে যায় টোটোর চাকা। টোটোচালক অনেক চেষ্টা করেও চাকা তুলতে পারছিলেন না লেভেল ক্রসিং থেকে। এদিকে ট্রেন আসার খবর পেয়েও টোটো আটকে পড়ার কারণে রেলগেট পুরোপুরি নামাতে পারছিলেন না গেটম্যান। যে কোনও মুহূর্তে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা ছিল। টোটোটি এমনভাবে ফেঁসে গিয়েছিল, ওই তিন মহিলাও টোটো থেকে নামতে পারছিলেন না। এমন অবস্থায় তাঁদের রক্ষা করতে এগিয়ে আসেন স্বয়ং পুরপিতা। পথচলতি আরও এক ব্যক্তির সাহায্যে টোটোটিকে লেভেল ক্রসিং থেকে বের করে আনেন তিনি। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারির ইলামপুরের লেভেল ক্রসিংয়ে।

ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ওই টোটোটি লেভেল ক্রসিংয়ে আটকে পড়েছিল। টোটোচালক আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিল সেখান থেকে টোটোটিকে বের করার। পাশ দিয়ে কয়েকটি বাইক সেই সময় বেরিয়ে গেলেও কেউই সাহায্যের জন্য এগিয়ে আসেনি। আর ওই সময়েই মেমারি পুরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন। ঘটনাটি দেখে তিনি লেভেল ক্রসিং পার করে নিজের স্কুটি থামিয়ে ফিরে আসেন। পথ চলতি আরও এক ব্যক্তির সাহায্যে টোটোটিকে সেখান থেকে তাড়াতাড়ি বের করে আনেন তিনি। ঘটনায় স্বপন বিষয়ীকে কৃতজ্ঞতা জানিয়েছেন টোটোর চালক ও আরোহীরা।

পুরসভার চেয়ারম্যান জানিয়েছেন, “সেখানে গিয়ে দেখি লেভেল ক্রসিংয়ে রেল লাইনের ফাঁকে থাকা বড় গর্ত ছিল। ওই গর্তের মধ্যে টোটোর চাকা আটকে গিয়েছে। এর পরেই আমি পথ চলতি এক ব্যক্তিকে দাঁড় করাই । দু’জনে মিলে পিছন দিক থেকে গায়ের জোরে যাত্রী বোঝাই টোটোটিকে ঠেলতে শুরু করি। তাতেই কাজ হয়। টোটোটির চাকা গর্ত থেকে উঠে যেতেই চালক টোটোটিকে দ্রত লেভেল ক্রসিং পার করিয়ে নেন।” এদিকে এই ঘটনার জন্য রেলকেও দুষতে ছাড়েননি তিনি। বলেন, “মেমারি পৌর এলাকায় মরণ ফাঁদ হয়ে থাকা তিনটি লেভেল ক্রসিং দ্রত সংস্কারের করার জন্য মঙ্গলবার রেলের কাছে চিঠি পাঠাব।”