Sadhan Das Bairagya: ‘সদানন্দের হাট‘ ছেড়ে গৌরলোকে বাউল সাধক সাধন দাস বৈরাগ্য

শুধু এ বাংলায় নয় সাধন দাস বৈরাগ্যর জনপ্রিয়তা ভারতের সীমা ছাড়িয়ে পৌঁছেছিল বিশ্বের বিভিন্ন দেশে। জাপানে গিয়ে প্রথমে খ্যাতি পান। তাঁর বাউল তত্ত্বের টানেই মাকি কাজুমি চলে আসেন ভারতে।

Sadhan Das Bairagya: ‘সদানন্দের হাট‘ ছেড়ে গৌরলোকে বাউল সাধক সাধন দাস বৈরাগ্য
প্রয়াত সাধন দাস বৈরাগ্য। Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Jul 24, 2023 | 10:37 AM

বর্ধমান: প্রয়াত হলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাউল শিল্পী সাধন দাস বৈরাগী। এই বাউল শিল্পী নিজেকে উত্তীর্ণ করেছিলেন সাধকের মর্যাদায়। অনুগামী ও গুনগ্রাহীর দীর্ঘ তালিকা বুঝিয়ে দেয় তাঁর জনপ্রিয়তা। বিশিষ্ট বাউল সঙ্গীতজ্ঞের শরীর বেশ কিছু দিন ধরেই খারাপ ছিল। কিডনি ও হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন তিনি। রবিবার সন্ধ্যা ৭টা নাগাদ নিজের আশ্রমেই প্রাণত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে অনুগামী মহলে।

শুধু এ বাংলায় নয় সাধন দাস বৈরাগ্যর জনপ্রিয়তা ভারতের সীমা ছাড়িয়ে পৌঁছেছিল বিশ্বের বিভিন্ন দেশে। জাপানে গিয়ে প্রথমে খ্যাতি পান। তাঁর বাউল তত্ত্বের টানেই মাকি কাজুমি জাপান চলে আসেন ভারতে। সাধনের কাছে শিষ্যত্ব নেন। শেখেন বাউল গানও। এর পর সাধন বৈরাগ্যের সঙ্গে আশ্রমেই থাকতেন তিনি। এ ভাবে অনেক শিল্পী নানা দেশ থেকে তাঁর শিষ্য হন। তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ে দেশ ছাড়িয়ে বিদেশে।

বর্ধমানের হাটগোবিন্দপুরে ছিল তাঁর আশ্রম। পরে আমরুল গ্রামে নিজের আশ্রম গড়ে তোলেন তিনি। সেই আশ্রমে ছুটে আসতেন অনেকেই। জয়দেব কেঁদুলী মেলায় মাইক দাপাদাপি কমিয়ে প্রাকৃতিক সুর ফেরানোর আর্জিও সম্প্রতি করেছিলেন তিনি। বাউলের দেহতত্ত্ব, প্রেমের গানে মন জয় করতেন দর্শকদের। রবিবার ‘সদানন্দের হাট’ ছেড়ে গৌরলোকে বিলীন হলেন বাউল সাধক।